আগরতলা,,১৯ নভেম্বর,,
২০২৫ সালে ৪৩ তম আগরতলা বইমেলাকে সামনে রেখে পরিচালন কমিটির সভা অনুষ্ঠিত হয় মুক্তধারা অডিটোরিয়াম হলে। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, তথ্য-সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, নব্যেন্দু ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। সেখানে ২০২৫ সালের আগরতলা বইমেলার সিম নির্ধারণ সহ বিভিন্ন কমিটি গঠন এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
Recent Comments