প্রেস বিজ্ঞপ্তিঃ আগরতলা, ২ নভেম্বরঃ
আগামী ৪ ই নভেম্বর, শনিবার আগরতলা প্রেস ক্লাব ও পিয়ারলেস হাসপাতাল এবং বি কে রায় রিসার্চ সেন্টারের যৌথ উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ক্যান্সার সচেতনতা শিবির। ঐ দিন দুপুর ১১.৩০ মিনিটে আগরতলা প্রেস ক্লাবের ত্রিতল হলে অনুষ্ঠানের সূচনা করবেন পিয়ারলেস হাসপাতালের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্র পাই। তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য ও পিয়ারলেস হাসপাতালের মার্কেটিং বিভাগের এসিট্যান্ট জেনেরাল ম্যানেজার অনুপ ভক্ত। অনুষ্ঠানে ক্যান্সার সচেতনতা বিষায়ক আলোচনা করবেন কলকাতার পিয়ারলেস হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ শৌভনিক শতপতি, ডাঃ অভিষেক দত্ত ও ডাঃ প্রগতি সিংহল। আলোচনা শেষে এই ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তাররা প্রয়োজনে বিনামূল্যে রোগীদের পরামর্শও দেবেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য পরিবার সহ আগরতলা প্রেস ক্লাবের সকল সদস্য, সদস্যা এবং সাংবাদিক ও চিত্রসাংবাদিকদের অনুরোধ করা হচ্ছে। (রমাকান্ত দে)সম্পাদক আগরতলা, ২ নভেম্বর ২০২৩
Recent Comments