প্রতিধ্বনি প্রতিনিধি,, ২৬ ডিসেম্বর,,
প্রয়াত হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। বৃহস্পতিবার রাতে দিল্লি এইমস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রচন্ড শ্বাসকষ্ট জনিত কারণে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে এইমসের ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করা হয়। কয়েক ঘণ্টার মধ্যেই চিকিৎসকের চেষ্টা ব্যর্থ করে তিনি মারা যান। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে।
Recent Comments