Monday, December 23, 2024
Google search engine
Homeত্রিপুরার খবরআগরতলা খবরপ্রধানমন্ত্রীর সফরের প্রাক্কালে আগরতলায় উদ্ধার বিপুল পরিমাণ তাজা বোম। রাষ্ট্রীয় সুরক্ষায় প্রশ্নচিহ্ন...

প্রধানমন্ত্রীর সফরের প্রাক্কালে আগরতলায় উদ্ধার বিপুল পরিমাণ তাজা বোম। রাষ্ট্রীয় সুরক্ষায় প্রশ্নচিহ্ন ! আতঙ্ক নাগরিক মহলে।

আগরতলা,,১২ ফেব্রুয়ারি,,

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় যখন দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে ভিভিআইপিদের ছয়লাপ, তখনই আগরতলার বুকে উদ্ধার হল বিপুল পরিমাণ তাজা বোমা। দেশীয় পদ্ধতিতে তৈরি বোমাগুলি উদ্ধার হয়েছে রাজধানী আগরতলার বর্ডার গোলচক্কর এলাকা থেকে।

উদ্ধারকৃত বোমা

পুলিশ বোমা সহ গ্রেপ্তার করেছে আমির হোসেন নামে এক যুবককে। ধৃত আমির হোসেন বর্ডার এলাকার বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আজহারউদ্দিন ভূঁইয়ার ছোট ভাই।

পুলিশের হাতে ধৃত আমির হোসেন

সদর মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাসের নেতৃত্বে পুলিশী দল শনিবার সন্ধ্যার পর ১০ টি তাজা বোমা উদ্ধার করেছে। পরবর্তীকালে তল্লাশি চালানো হয় রাজনগর স্থিত বিজেপি নেতা আজহারউদ্দিন ভূঁইয়ার বাড়িতে। যদিও তার বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পুলিশের বিবরণ নির্বাচনে অস্থিরতা তৈরি করতে এই সমস্ত বোমা মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ভিভিআইপিদের অবস্থানকালে আগরতলাতে এই ধরনের বোমা উদ্ধারের ঘটনা অত্যন্ত স্পর্শকাতর। তাই পুলিশ এই ঘটনায় মামলা নিয়ে ধৃতকে গ্রেফতার করে তদন্ত করবে।

পুলিশের আরো বিবরণ উদ্ধার কৃত বোমা গুলো দেশীয় পদ্ধতিতে তৈরি হয়েছে। লোহার পাইপের ভেতরে বিস্ফোরক ঢুকিয়ে এমসিল দিয়ে এগুলিকে শক্তিশালী করার চেষ্টা হয়েছে। বোমা নিষ্ক্রিয় টিম সেগুলোকে নিষ্ক্রিয় করার কাজ করবে।

প্রসঙ্গত ধৃত আমির হোসেনের বড় ভাই আজহারউদ্দিন ভূঁইয়া শাসকদলের বড় মাপের নেতা হিসেবে পরিচিত। পাশাপাশি সে নির্বাচনী সন্ত্রাসে শাসকদলের যে বাইক বাহিনী মাঠে নেমে কাজ করে সেই বাইক বাহিনীর সর্দার হিসেবেও পরিচিত। স্থানীয় মহলের অভিযোগ আজহারউদ্দিন ভূঁইয়া শাসক দলের হয়ে সন্ত্রাস তৈরি করতে এসব বিস্ফোরক জমা করেছিল। কিন্তু পুলিশের অভিযান টের পেয়ে সে তার ছোট ভাইকে দিয়ে সেগুলো অন্যত্র সরানোর চেষ্টা করে। বর্ডার গোলচক্কর এলাকায় পুলিশ আজারুদ্দিন ভূঁইয়ার ছোট ভাইয়ের কাছ থেকে এই বোমা গুলো উদ্ধার করে ফেলে ।

পুলিশ এই ঘটনার সঠিক তদন্ত করলে অনেক রাজনৈতিক নেতার নাম সামনে উঠে আসতে পারে বলে তথ্যবিজ্ঞ মহলের দাবি। এই প্রসঙ্গে আরো উল্লেখ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগরতলায় অবস্থান করছেন। সোমবার আগরতলায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগরতলা বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রীর সমাবেশ রয়েছে। সেই সমাবেশ স্থলের ঢিল ছুড়া দূরত্বে শনিবার রাতে পুলিশ তাজা বোমা উদ্ধার করেছে। ফলে গোটা বিষয়টি নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে। বিপুল পরিমাণ বোমা উদ্ধারের ঘটনায় রাজনীতির বাইরে আন্তর্জাতিক কোন অশুভ শক্তির হাত রয়েছে কিনা তা নিয়েও তদন্তের দাবি উঠেছে। অন্যদিকে রবিবার সকালে একইভাবে তাজা বোমা উদ্ধার হয় খয়েরপুর বিধানসভা কেন্দ্রের সেনপাড়া এলাকায়।

রবিবার খয়েরপুরে উদ্ধার বোমা

স্থানীয়দের দাবি রাতের অন্ধকারে বিরোধী সমর্থকের বাড়ির সামনে বোমাটি ফেলা হয়েছিল। কোন কারনে সেটি বিস্ফোরণ হয়নি। সকালে স্থানীয় লোকজন দেখে পুলিশ খবর দেয়। পরবর্তীকালে পুলিশ বোমাটি নিষ্ক্রিয় করার উদ্যোগ নেয়।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments