প্রতিধ্বনি প্রতিনিধি,, উদয়পুর,, ১৭ সেপ্টেম্বর,,
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে রাজ্যভিত্তিক স্বচ্ছতা কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার উদয়পুর জগন্নাথ দীঘির পাড়ে অনুষ্ঠানের মধ্য পক্ষকাল ব্যাপী এই অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের স্লোগান রাখা হয়েছে “স্বভাব স্বচ্ছতা -সংস্কার স্বচ্ছতা”। এছাড়াও এক পের মাকে নামের কর্মসূচি রঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রী বৃক্ষ রোপন করেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে নাগরিক মহলে ব্যাপক উৎসাহ লক্ষ্য নিয়েছিল।
Recent Comments