সংবাদ প্রতিনিধি ,,আগরতলা,,২০ জুন,,,
রাজধানীর প্রতাপগরের একাংশ রাস্তাঘাট বৃষ্টির জলে ডুবে আছে গত তিন দিন যাবত। রাস্তাঘাট জলে ডুবে থাকায় কিছু বাড়ি ঘরের লোকেদের চলাফেরায় সমস্যা বোধ করতে হচ্ছে। একাংশ রীতিমতো গৃহবন্দী দশায় রয়েছেন। মঙ্গলবার সকালে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের ১৩/৬ নং বুথের জলমগ্ন এলাকা পরিক্রমা করেন বিধায়ক রামুদাস। এলাকাবাসীর ঘরের ছেলে বিধায়ক রাম দাস হাফপ্যান্ট এবং চটি জুতা পড়ে জলমগ্ন এলাকায় গিয়ে নাগরিকদের সুখ দুঃখের খোঁজখবর নেন ।
এলাকার কর্মজীবী মানুষেরা কর্মস্থলে যেতে পারছেনা, ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছেনা, নিত্য দিনের জরুরি কাজকর্ম ব্যাঘাত সৃষ্টি হয়েছে । বিধায়ককে কাছে পেয়ে নাগরিকরা নিজেদের সমস্যা তুলে ধরেন।
বিধায়ক রামু দাস আশ্বাস দিয়েছেন বর্ষা বিরতি হলেই এই এলাকার রাস্তা নতুন করে তৈরি করার ব্যবস্থা করা হবে। বিধায়কের সহজ সরল চালচলন এবং দুঃসময়ে নাগরিকদের পাশে থাকার আশ্বাস কে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসী।
Recent Comments