সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ২৪ জানুয়ারি,,
কেন্দ্রের কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে দেশব্যাপী আন্দোলনের ঘোষণা দিল সংযুক্ত কৃষাণ মোর্চা। কিষাণ মোর্চা কৃষকদের স্বার্থে বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্রের মোদি সরকারের প্রতিশ্রুতি খেলাপের বিরুদ্ধে এই আন্দোলনের ঘোষণা করেছে। এই আন্দোলন কর্মসূচির নাম দেওয়া হয়েছে জনজাগরণ কর্মসূচি। কৃষাণ মোর্চার আন্দোলনে, সমস্ত ট্রেড ইউনিয়ন গুলো একসাথে ২৬ শে জানুয়ারি দেশব্যাপী রোডমার্চ করবে। প্রজাতন্ত্র দিবসের সকালে সরকারি অনুষ্ঠান শেষ হওয়ার পরে দুপুর ১২টার পর থেকে দেশের ৫০০ জেলায় এই রোডমার্চে শামিল হবে কৃষক এবং শ্রমিকরা। একইভাবে আন্দোলন চলবে আমাদের রাজ্যেও। ২৬ জানুয়ারি বিকেল তিনটায় আগরতলা প্যারাডাইস চৌমুনিতে জমায়েত এবং পরে রোডমার্চের অনুষ্ঠিত হবে। বুধবার এই কথা জানিয়েছেন সংযুক্ত কিষান মোর্চার ত্রিপুরার আহ্বায়ক পবিত্র কর।
তিনি বলেন দেশব্যাপী এই কর্মসূচিকে সামনে রেখে আগরতলা শহরে লিফলেট বিলি শুরু হয়েছে। পবিত্র কর বলেন কেন্দ্রে বিজেপির ১০ বছরে ১ লক্ষ ৪৭৫ জন কৃষক আত্মহত্যা করেছেন।২০২০ সালের নভেম্বর মাস থেকে কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরুদ্ধে কৃষকরা আন্দোলনে নেমেছিলেন। ২২৮ দিন এক নাগারে সেই আন্দোলন চলে দিল্লির বুকে। আন্দোলনের জেরে মোদি সরকার সেই আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে কৃষক স্বার্থে যেসব দাবি পূরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা গত তিন বছরেও পূরণ হয়নি। তাই ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে কৃষকদের প্রতি অন্যায় আচরণ ও বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে সংযুক্ত কিষান মোর্চা সহ সমস্ত কেন্দ্রীয় ট্রেডইউনিয়নগুলো দেশব্যাপী এই আন্দোলনের পদক্ষেপ নিয়েছে।
বুধবার আগরতলার জওহর ব্রিজ থেকে শুরু বটতলা বাজার হয়ে পোস্ট অফিস চৌমহনি পর্যন্ত এই লিফলেট বিলিতে কর্মসূচিতে পবিত্র কর সহ উপস্থিত ছিলেন শঙ্কর দত্ত, রতন দাস,মধুসূদন দাস,সুভাষ দাস,সৌমেন্দ্র দত্ত মজুমদার ,সহিদ মিঞা ও স্বপন মিঞা।
Recent Comments