আগরতলা,, ২৯ জানুয়ারি,,
৭৬ তম প্রজাতন্ত্র দিবসের মুল কার্যক্রমে দিল্লিতে প্রদর্শিত ত্রিপুরার ট্যাবলো এ বছর দ্বিতীয় স্থান অধিকার করেছে। চতুর্দশ দেবতার আরাধনা তথা খার্চি পূজা সম্বলিত ছিল এ বছরের ত্রিপুরার ট্যাবলো । প্রজাতন্ত্র দিবসের দিনে দেশের রাজধানী দিল্লির বুকে নয়াদিল্লির কর্তব্য পথে ত্রিপুরার ট্যাবলোতে রাজ্যের ঐতিহ্য ফুটে উঠে । বাঁশ-বেতের সুসজ্জিত কারুকার্যে চতুর্দশ দেবতা এবং সেই দেবতার মন্দিরের পূজার্চনা ফুটিয়ে তোলা হয়। প্রজাতন্ত্র দিবসের প্রদর্শনীতে ত্রিপুরার ট্যাবলো বিশেষ নজর কারে এবং দ্বিতীয় স্থান অধিকার করে। বিষয়টি নিজের সামাজিক মাধ্যমে জানিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
Recent Comments