Monday, December 23, 2024
Google search engine
Homeত্রিপুরার খবরআগরতলা খবরপ্রকাশ্যে ছুরি দিয়ে শাশুড়িকে পর পর আঘাত করে খুন! রুমহর্ষক ঘটনা আমতলিতে।

প্রকাশ্যে ছুরি দিয়ে শাশুড়িকে পর পর আঘাত করে খুন! রুমহর্ষক ঘটনা আমতলিতে।

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,২০ আগস্ট,,

প্রকাশ্যে শত শত লোকের সামনেই এক মহিলাকে ধারালো ছুরি দিয়ে পরপর আঘাত করে খুন করল যুবক। রুমহর্ষক এই খুনের ঘটনা আগরতলা সংলগ্ন আমতলী থানার রামকৃষ্ণ মিশন ‌বিবেক নগর এলাকায়। মৃত মহিলার নাম রানুবালা মজুমদার চক্রবর্তী (৪৫)। স্বামীর নাম আশিস চক্রবর্তী। আশিস চক্রবর্তী সরকারি ছাপাখানার একজন কর্মচারী। মহিলাকে খুন করেছেন তার ওই একমাত্র মেয়ের জামাই বাপন সাহা (৩৫)।

(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

বাপন সাহার স্ত্রীর বিবরণ সে বরাবরই নৃশংস মানসিকতার। বিয়ে করার পর সে তাকে প্রচন্ড নির্যাতন করতো। মেয়ের অভিযোগ ধারালো ব্লেড দিয়ে তার শরীরে আঘাত করত বাপন সাহা। স্বামীর বাড়িতে যন্ত্রণা সহ্য করতে না পেরে সে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছিল। রবিবার শ্বশুরবাড়িতে এসে বাপন জোর করে তার স্ত্রীকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মেয়েকে রক্ষা করতে এগিয়ে এসেছিলেন শাশুড়ি রানু চক্রবর্তী। তখনই ধারালো ছুরি বের করে মহিলার শরীরে পরপর আঘাত করে বাপন। ঘটনাস্থলের আশেপাশে প্রচুর লোকজন ছিলেন। প্রথম অবস্থায় কেউ বাপনকে প্রতিহত করার চেষ্টা করেনি। কিন্তু মহিলাকে আঘাত করে পালিয়ে যাওয়ার পথে সবাই তাকে আটক করে গণধোলাই দেয়। অন্যদিকে রক্তাক্ত অবস্থায় মাঠে পড়ে থাকেন রানুবালা চক্রবর্তী। পরে তাঁকে উদ্ধার করে জিবি হাসপাতালে নেওয়া হয়। সোমবার বিকেলে ডিবি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মহিলার মৃত্যু হয়। মহিলা শরীরে ৯ টির বেশি ছুরির আঘাত পাওয়া গেছে বলে জানা গেছে। অন্যদিকে খুনের ঘটনায় অভিযুক্ত বাপন সাহা আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments