প্রতিধ্বনি প্রতিনিধি,, বিশালগড়,, ৭ মে,,
পেট্রোল পাম্পের দীর্ঘ লাইনের কারণে জাতীয় সড়কে যানজটে আটকা পড়ে মৃত্যু হল দুর্ঘটনায় আহত এক বয়স্ক মহিলার। মঙ্গলবার এই ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কের বিশালগড় পেট্রোল পাম্পের সামনে। মৃত মহিলার নাম তুলসী নম (৬৭)। তুলসী নমর বাড়ি বিশালগড় লালসিংমুড়ার । এদিন সকালে একটি বাইকে দুর্ঘটনায় তুলসী নম সহ ননী রঞ্জন দেববর্মা গুরুতর আহত হয়েছিলেন। খবর পেয়ে দমকল কর্মীরা গিয়ে তাঁদের উদ্ধার করে এবং হাসপাতালে পৌঁছানোর চেষ্টা করে। কিন্তু বিশালগড় পেট্রোল পাম্পের সামনে আসলে সেখানে জাতীয় সড়কে যানজট ছিল।

গাড়ির দীর্ঘ লম্বা লাইন টানা কয়েক ঘন্টা সেখানে আটকে ছিল বলে খবর। বাধ্য হয়ে উদ্ধারকারী দমকল কর্মীরা আহতদের নিয়ে গাড়ি ঘুরিয়ে বাইপাস সড়ক ধরে বিশালগড় হাসপাতালে নিয়ে যান। কিন্তু এতে করে অনেক সময় পার হয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তুলসী নমকে মৃত বলে ঘোষণা করা হয়। সূত্রের দাবি হাসপাতালের চিকিৎসকদের মতে আরো কিছুক্ষণ আগে হাসপাতালে পৌঁছানো গেলে মহিলার প্রাণ রক্ষা পেত। জাতীয় সড়কে এদিনের যানজটের ফলে আরো অনেক আপাতকালীন যানবাহন সহ যাত্রী সাধারণ দীর্ঘক্ষন রাস্তায় আটকে ছিলেন এবং হয়রানির শিকার হন।
Recent Comments