প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৫ এপ্রিল,,
চুরির মামলায় পূর্ব থানার পুলিশের হাতে ধরা পরল তিন কুখ্যাত চোর। ধৃত তিন জনের নাম দীপ ভট্টাচার্য, দীপক সূত্রধর এবং আরিয়ান সরকার। পূর্ব আগরতলা থানার ওসি ইন্সপেক্টর সঞ্জীব সেন বলেন গত ২০ ফেব্রুয়ারি ধলেশ্বর রোড নাম্বার ১৮-তে অমিত চক্রবর্তীর বাড়ি থেকে কিছু স্বর্ণের অলংকার চুরি হয়েছিল। সেই ঘটনায় অমিত চক্রবর্তী পূর্ব আগরতলা থানায় লিখিত অভিযোগ করেছিলেন। পুলিশ তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ দেখে দ্বীপ ভট্টাচার্যকে সনাক্ত করে। পুলিশ দুদিন আগে আগরতলা জয়নগর দশমী ঘাট ভাড়া বাড়ি থেকে দ্বীপকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই চুরির ঘটনায় জড়িত আরো দুইজন যথাক্রমে দীপক এবং আরিয়ানকে আটক করা হয়। পুলিশের দাবি দ্বীপ ভট্টাচার্যের বাড়ি থেকে ধলেশ্বর অমিত চক্রবর্তীর বাড়ি থেকে চুরি যাওয়া কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার হয়েছে। পুলিশের দাবি দৃত তিনজন রাজধানীর কুখ্যাত চোর। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাই পুলিশ তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের স্বার্থে রিমান্ডের দাবি জানিয়েছে বলে খবর।
Recent Comments