তিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,১৮ জুলাই,,
আগরতলায় পুলিশ সদর দপ্তরের সামনে ডাক্তারের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ এই বিস্ফোরণ হয় আখাউড়া রোডে পুলিশ সদর দপ্তরের উল্টোদিকে ডাক্তার বিশ্বজিৎ সূত্রধরের বাড়িতে। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে ছিলেন তখনই ডাক্তারের বেডরুমে ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় পুরো দালান বাড়ি ফাটল ধরে যায়। ওয়াল ভেঙ্গে পড়া যায়। ডাক্তার বিশ্বজিৎ সূত্রধর এবং উনার স্ত্রী রুপা সূত্রধর তিন তলায় জানালার পাশে ঘুমিয়ে ছিলেন। বিস্ফোরণের তীব্রতায় তারা সেই জানালা ভেঙে নিচে পড়ে যান এবং গুরুতর আহত রয়েছে। বিস্ফোরণের বিকট শব্দে প্রতিবেশীদের বাড়ি ঘরে কেপে উঠে। কয়েকজনের বাড়িঘরে ফাটল ধরে। কয়েকজন ভূকম্পন কিংবা বোমা বিস্ফোরণের আতঙ্কে রীতিমতো ছোটাছুটি শুরু করেন। কয়েকজন ডাক্তার দম্পতির চিৎকার শুনে সেখানে এসে তাদেরকে উদ্ধারের চেষ্টা করেন। অন্যদিকে এই বিস্ফোরণে কেঁপে উঠেছিল পুলিশ সদর দপ্তর সহ ফায়ার সার্ভিসের সদর দপ্তর। বিকট শব্দে ফায়ার সার্ভিস কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। আহত ডাক্তার এবং উনার স্ত্রীকে উদ্ধার করে দ্রুত জিবি হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর ফায়ার সার্ভিসের আধিকারিক সহ পুলিশ তদন্ত নামে।
আশ্চর্যের বিষয় হলো শুক্রবার দুপুরে একটা পর্যন্ত পুলিশ কিংবা ফায়ার সার্ভিসের আধিকারিক ঠিক কিভাবে এই বিস্ফোরণ হয়েছিল তা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। একাংশ এসি বিস্ফোরণ কিংবা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দাবি করলেও ফায়ার সার্ভিসের আধিকারিকরা এই বিষয়টি খন্ডন করেছেন। ফায়ার সার্ভিসের সদর মহকুমা অধিকারী মোহন দেববর্মা বলেন ঠিক কোথায় বিস্ফোরণ হয়েছিল তা এখনো নিশ্চিত ভাবে উঠে আসেনি। তবে ঘরের ভেতরে এসিড জাতীয় কিছুর তীব্র গন্ধ ছিল। প্রাথমিকভাবে ইনভার্টার, গ্যাস সিলিন্ডার এবং এসি কম্প্রেসার ঠিক পাওয়া গেছে। তাই ফায়ার সার্ভিস থেকে এই বিষয়টি নিয়ে ফরেনসিক তদন্তের দাবি জানানো হয়েছে। পুলিশ ইতিমধ্যেই সেই বিস্ফোরণ স্থলে কর্ডন করে সেখানে ফরেনসিক টিম পাঠিয়েছে। ডাক্তারের বাড়িতে এই ধরনের রহস্য বিস্ফোরণে প্রতিবেশীরাও নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গেছে।
Recent Comments