প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২২ মার্চ,,
মাদক বিরোধী অভিযানে শুক্রবার ফের বড়সড় সাফল্য পেল সদর মহকুমা পুলিশ। সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় এবং পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে উদ্ধার হল সাড়ে পাঁচ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট। পুলিশের হাতে ধরা পরল উত্তর পূর্বাঞ্চলে মাদক পাচারের সম্রাট হিসেবে পরিচিত শিলচরের সাহিদুল হোসেন তালুকদার সহ রাজ্যের দুই মাদক কারবারি। আগরতলার মঠ চৌমনি এলাকায় একটি বেসরকারী হোটেলে তারা মাদকের আদান-প্রদান করছিল। গোপন খবরের ভিত্তিতে পূর্ব থানার পুলিশ সেখানে উপস্থিত হয়ে মাদক সহ তিন কারবারিকে হাতেনাতে আটক করে। পুলিশ একটি ট্রলি ব্যাগ থেকে ১১ টি প্যাকেটে ১ লাখ ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পূর্ব থানার পুলিশ এই ঘটনায় এন ডি পি এস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার সাংবাদিকদের কাছে এই সাফল্যজনক অভিযান নিয়ে তথ্য তুলে ধরেন। জেলা পুলিশ সুপার বলেন ধৃত সাহিদুল হোসেন তালুকদার উত্তর পূর্বাঞ্চলের মাদক কারবারে কিং হিসেবে পরিচিত। দীর্ঘদিন যাবত সে ত্রিপুরা পুলিশের রাডারে ছিল। অবশেষে সদর মহকুমা পুলিশ আধিকারিক এবং পূর্ব থানার ওসির তৎপরতায় মাদক সহ সে ধরা পড়েছে। সাহিদুল হোসেন তালুকদারের সঙ্গে ধৃত অন্য দুই জনের নাম হল যথাক্রমে নয়ন মনি নমশূদ্র এবং বিশ্বজিৎ বিশ্বাস।জেলা পুলিশ সুপার সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় এবং পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জির ভূমিকার বিশেষ প্রশংসা করেছেন।
Recent Comments