সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ১৯ ডিসেম্বর,,
রানিরবাজার দুর্গা নগরে বাইক সহ পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। মৃত ব্যক্তির নাম মহেশ শর্মা (৪৬)। মহেশ শর্মা কর্মচ্যুত ১০৩২৩ শিক্ষক। চাকরি যাওয়ার পর থেকে তিনি ডেকোরেটরের কাজ করছেন। এলাকাতে তিনি ভালো মানুষ হিসেবে পরিচিত রয়েছেন। সোমবার রাত একটা নাগাদ ডেকোরেটরের কাজের স্থল বাড়ি যাবার পথে দুর্গানগরে রাস্তার পাশে থাকা একটি পুকুরে তিনি বাইকসহ পরে যান বলে স্থানীয়দের বিবরণ। মঙ্গলবার সকালে পুকুরের জল থেকে বাইক সহ তাঁর মৃতদেহ উদ্ধার হয়।
যদিও রাতে তিনি কিভাবে দুর্ঘটনাগ্রস্থ হয়েছেন এবং বাইক নিয়ে জলের মধ্যে পড়েছেন বিষয়টি নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছেন। মহেশ শর্মার মৃত্যুর ঘটনায় এলাকাতে শোকের ছায়া রয়েছে।
Recent Comments