Tuesday, July 1, 2025
Google search engine
Homeত্রিপুরার খবরপর্যাপ্ত পরিমাণ খাদ্য,পেট্রোপণ্য মজুদ রয়েছে রাজ্যে: খাদ্যমন্ত্রী

পর্যাপ্ত পরিমাণ খাদ্য,পেট্রোপণ্য মজুদ রয়েছে রাজ্যে: খাদ্যমন্ত্রী

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৩১মে,,

বর্ষাকালীন সময়ে রাজ্য খাদ্য এবং পেট্রোপণ্যের যোগানের স্বাভাবিক রাখতে দপ্তরের আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রীর উদ্যোগে শুক্রবার গোর্খাবস্তি স্থিত খাদ্য ও ভোক্তা ভবনের কনফারেন্স হলঘরে এক উচ্চস্তরিয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরহিত্যে করেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন সচিব অধিকর্তা সহ খাদ্য দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকরা। বর্ষাকালীন মরশুমে প্রাকৃতিক দুর্যোগের কারণে মাঝেমধ্যে আমাদের রাজ্যের পরিবহন ব্যবস্থায় ব্যাঘাত ঘটে। রেলপথ এবং জাতীয় সড়কে পণ্য পরিবহনে ব্যাঘাত ঘটলে যাতে সাধারণ নাগরিকদের কোন অসুবিধায় পড়তে না হয় তার জন্যই এদিনের বিশেষ বৈঠক। বৈঠকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য কোনওভাবেই যাতে স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি না পায় এবং অত্যাবশ্যকীয় সামগ্রীর কালোবাজারী প্রতিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা হয়৷

এদিনের বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাদ্য মন্ত্রী জানান উত্তরপূর্ব ভারতে বর্ষার দরুন জাতীয় সড়কে পরিবহন সহ রেলপথে মালবাহী ট্রেন চলাচলে মাঝেমধ্যে ব্যাঘাত ঘটে। ফলে বাইরের রাজ্য থেকে আমদানি করা বিভিন্ন নিত্য পণ্য রাজ্যে আসতে একটু সমস্যা তৈরি হয়। এর সুযোগ নিয়ে অনেক ব্যবসায়ী কালোবাজারি এবং মূল্যবৃদ্ধির করার চেষ্টা করেন। ‌তাই আমরা আগাম প্রস্তুতি হিসেবে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রির বাফার স্টক বানিয়ে রেখেছি। বর্তমানে যতটুকু নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী মজুদ আছে তা দিয়ে আগামী বেশ কয়েকদিন চলে যাবে। ফলে ক্রেতাদের বাজারে গিয়ে কোনরকম সমস্যার সম্মুখীন হতে হবে না এবং ক্রেতারা নির্বিঘ্নে চাহিদা মত জিনিসপত্র ক্রয় করতে পারবেন বলে আশ্বাস দেন মন্ত্রী। খাদ্যমন্ত্রী এদিন কালোবাজারি ও মজুদদারদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন কোথাও কোনরূপ কৃত্রিম সংকট তৈরি করা যাবে না। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির সঙ্গে যাঁরাই যুক্ত থাকবেন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে খাদ্য দপ্তর।তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় সামগ্রী সহ পেট্রোল ও ডিজেল নিয়ে অযথা উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই। প্রায় ছয় থেকে সাত দিনের পেট্রোল ও ডিজেল মজুদ রয়েছে রাজ্যে। তবে প্রবল ঘূর্ণিঝড়ে আংশিক ক্ষতি হয়েছে বদরপুর, লামডিং রেল রেললাইনে। কিছু কিছু জায়গায় কাঁদা ও জল জমে গেছে। এ বিষয়ে এনএফ রেলওয়ের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। তিনি নিজে এনএফ রেলওয়ের জেনারেল ম্যানেজারের সাথে কথা বলেছেন। আগামী দু’দিনের মধ্যে রেল পথের মাধ্যমে যোগাযোগের উদ্ভূত সমস্যার সমাধান করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments