সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ২৯ ফেব্রুয়ারি,,
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সহ রাজ্য স্কুল স্তরে চলছে বার্ষিক পরীক্ষা। ঠিক এই সময়েই রাজ্য জুড়ে অবাধে চলছে শব্দ সন্ত্রাস। কোথাও ধর্মীয় উৎসব তো কোথাও রাজনৈতিক অনুষ্ঠান। পাশাপাশি সরকারি উদ্যোগে চলছে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে তীব্র শব্দ সন্ত্রাস। এসব শব্দ সন্ত্রাসের জ্বালায় পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীরা প্রচন্ড অসুবিধায় রয়েছেন। ক্ষতি হচ্ছে তাদের পরীক্ষা প্রস্তুতিতে। ছাত্র-ছাত্রী সহ তাদের অভিভাবক মহল এই শব্দ সন্ত্রাসে অতিষ্ঠ রয়েছেন। কিন্তু রাজনৈতিক এবং বিভিন্ন সাংগঠনিক শক্তির সামনে মুখ খুলে প্রতিবাদ করতে পারছেন না ভুক্তভোগী মহল। ছাত্র-ছাত্রীদের সমস্যা নিয়ে মুখ বন্ধ রেখেছে শাসকদলের ছাত্র সংগঠনও । অবশেষ ছাত্র-ছাত্রীদের কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ালো বামপন্থী ছাত্র সংগঠন এস এফ আই এবং টি এস ইউ। বৃহস্পতিবার এসএফআই বিশালগড় মহকুমা কমিটি এবং টিএস ইউ বিশালগড় মহকুমা কমিটি যৌথভাবে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিকের কাছে ডেপুটেশনে মিলিত হয় । ডেপুটেশনে উপস্থিত ছিলেন এস এফ আই বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক হিমাদ্রি শেখর ঘোষ। বিভাগীয় সভাপতি অজয় কুমার ভৌমিক, বিভাগীয় কমিটির সদস্য প্রণব দাস এবং টি এস ইউর নেতা শেয়ারি দেববর্মা এবং সুনির্মল দেববর্মা। বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিকের কাছে ডেপুটেশন শেষে এসএফআই মহকুমা কমিটির সম্পাদক হিমাদ্রি শেখর ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সারা রাজ্যে যেভাবে শব্দ সন্ত্রাস চলছে তাতে সমস্ত পরীক্ষার্থীরা অসুবিধায় রয়েছেন। এই শব্দ সন্ত্রাস বন্ধ করার জন্য মহকুমা পুলিশ আধিকারিকের কাছে আর্জি জানান তারা। পাশাপাশি শাসক দল বিজেপির সমালোচনা করে বলেন শাসক দল রাজ্যের শিক্ষা ব্যবস্থার পরিপন্থী।তারা একদিকে শিক্ষক স্বল্পতা এবং অন্যদিকে বিদ্যালয় বন্ধ করে শিক্ষাব্যবস্থার চরম ক্ষতি করছে। পাশাপাশি পরীক্ষার সময়ে শব্দ সন্ত্রাস চালিয়ে ছাত্র-ছাত্রীদের ক্ষতি করার ঘৃণ্য ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন । মহকুমা পুলিশ আধিকারিককে এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে এসএফআই দাবি তুলেছে।
অন্যদিকে পরীক্ষার মধ্যেই আগরতলার বিবেকানন্দ ময়দানে সরকারি উদ্যোগে দেশের খ্যাতনামা শিল্পী শানের গানের অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই শান আগরতলায় চলে এসেছেন এবং বিবেকানন্দ ময়দানে সন্ধ্যার পর থেকে তীব্র শব্দ যন্ত্র ব্যবহার করে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সরকারের এই ধরনের দায়িত্বহীন আয়োজনের ফলে দুঃসহ সমস্যায় ভুগছেন বিবেকানন্দ ময়দানের আশেপাশে থাকা বিভিন্ন বাড়ি ঘরের পরীক্ষার্থীরা। এই ঘটনায় অভিভাবক মহল রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
Recent Comments