প্রতিধ্বনি প্রতিনিধি,,উদয়পুর,, ১৬ ডিসেম্বর,,
রাজ্যের মন্দির নগরী উদয়পুরে জেলাশাসকের অফিস নির্মাণ সহ ৭টি প্রকল্পে প্রায় ১৬০কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এই প্রকল্পগুলির মধ্যে একাধিক স্কুলের নতুন পাকা বাড়ি নির্মাণ থেকে শুরু করে পৌর পরিষদ ভবন, বিপনি বিতান এবং অডিটোরিয়াম নির্মাণ সহ জেলাশাসক অফিস নির্মাণের কাজ রয়েছে। রবিবার উদয়পুর রমেশ কুল প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী ৭টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একইভাবে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি মহারানিস্থিত গামারিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১ কোটি ৮৭ লক্ষ ৯৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত নতুন দ্বিতল ভবনের দ্বারোদঘাটন করেন। এই সমস্ত প্রকল্পগুলি বাস্তবায়নের মাধ্যমে উদয়পুর সহ গোটা গোমতী জেলার পরিকাঠামো উন্নয়নে বিশেষ ভূমিকা গ্রহণ করবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন। সেদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, প্রনজিত সিংহ রায় সহ অন্যান্য বিধায়করা। অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রছাত্রী সহ স্থানীয় নাগরিক মহলে ব্যাপক উৎসাহ লক্ষ্যনিয়ছিল।
Recent Comments