প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২১ জুন,,
“মোদি সরকারের জমানায় গত ৭ বছরে দেশজুড়ে ৭০ টির মত প্রশ্নপত্র কেলেঙ্কারি হয়েছে। একটি ঘটনাতেও কারোর শাস্তি হয়নি। প্রবেশিকা পরীক্ষায় টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি করার দুর্নীতি চলছে। মোদি সরকার প্রশ্নপত্র ফাঁসের সরকার ।” ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (আন্ডারগ্র্যাজুয়েট) তথা নিট এবং নেট প্রশ্নপত্র কেলেঙ্কারির অভিযোগে আগরতলায় প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিতে মোদি সরকারের বিরুদ্ধে এই অভিযোগ করেন কংগ্রেসের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে আরো বলেন “তিনি নিজেকে পরমাত্মা বলেন। পরমাত্মা নয়, তিনি নিজেকে প্রেতাত্মা সরকার হিসেবে পরিচয় দিয়েছেন। প্রেতাত্মা সরকার দ্বারাই এসব কাণ্ডকারখানা সম্ভব। কোন সজ্জন ব্যক্তির দ্বারা এসব ঘটনা সম্ভব নয়।”
বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন মোদি সরকার হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের সরকার। দুর্নীতিগ্রস্ত সরকার। এতসব কেলেঙ্কারির পরও কোন একটি শব্দ নেই মোদির মুখ থেকে। এসব ঘটনার নিন্দা জানিয়ে তিনি দেশের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী তথা শিক্ষা মন্ত্রীকে অপদার্থ হিসেবে উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেছেন। পাশাপাশি নিট,নেট কেলেঙ্কারির পর সম্পূর্ণ প্রক্রিয়া বাতিল করে নতুনভাবে পরীক্ষার মাধ্যমে মেধাবী ছাত্র-ছাত্রীদের সুযোগ করে দেওয়ার দাবি তুলেছেন। প্রসঙ্গত মোদি সরকারের পরীক্ষা কেলেঙ্কারির বিরুদ্ধে দেশব্যাপী কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসেবে আগরতলাতেও এদিন প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। আগরতলায় বিক্ষোভ মিছিল করে পোস্ট অফিস চৌমুনীতে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী তথা শিক্ষা মন্ত্রীর কুশ পুত্তলিকা দাহ করা হয়।
এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন সহ দলের সমস্ত শাখা সংগঠনের নেতৃবৃন্দ। এই প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে আগরতলায় কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
Recent Comments