সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ৩ এপ্রিল,,
পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবকে জড় বস্তুর সাথে তুলনা করলেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন। একইভাবে তিনি বিপ্লব দেবকে “সমাজের বোঝা” হিসেবে কটাক্ষ করেছেন। বুধবার আগরতলা প্রেস ক্লাবে ‘ইন্ডিয়া জোটের’ এক সাংবাদিক সম্মেলনে বিপ্লব দেবের সাম্প্রতিক কালের বিভিন্ন বক্তব্য নিয়ে তুমুল সমালোচনা করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। আগরতলা প্রেসক্লাবে এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন, সিপিআইএম রাজ্য সম্পাদক বিধায়ক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে সুদীপ রায় বর্মন বলেন দেশের গণতন্ত্র অচল অবস্থার মধ্যে থেকেছে। এই সময়ে ইন্ডিয়া জোট গণতন্ত্রকে রক্ষা এবং সংবিধানকে বাঁচানোর লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। দেশের মানুষ দেশের গণতন্ত্রের কাঠামো রক্ষায় ইন্ডিয়া জোটের সাথে রয়েছে বলে সুদীপবাবুর দাবি। পশ্চিম ত্রিপুরায় বিজেপির প্রচার প্রসঙ্গে বিধায়ক সুদীপ রায় বর্মন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থীর বিভিন্ন বক্তব্যের তীব্র ভাষায় সমালোচনা করেন। তিনি সরাসরি নাম না বললেও পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থীর ভাষার ব্যবহারের নিন্দা জানান। সুদীপ বাবু বলেন কি ধরনের “পদার্থ ” কি ধরনের “মেটেরিয়ালস” বিজেপি বাছাই করে পাঠিয়েছে তা ভাষা শুনলেই বোঝা যায়। যদি কোনো কারণে তিনি আগামী দিনে পার্লামেন্টে গিয়ে পৌঁছান তাহলে রাজ্যের কি হবে তানিয়া প্রশ্ন ছড়া দেন সুদীপবাবু । পরক্ষণেই তিনি নাম উহ্য রেখে বিপ্লব দেবের মত লোকেদের “সমাজের বুঝা” হিসেবে আখ্যায়িত করেন।
নাম না করে বিপ্লব দেবের মতো লোকেদের প্রত্যাখ্যান করতে শিক্ষিত সমাজের কাছে আহ্বান রেখেছেন কংগ্রেস বিধায়ক। সুদীপ বর্মনের অভিযোগ ‘তারা’ মূল বিষয় থেকে সরে গিয়ে সমাজে হিংসা, এবং বিভ্রান্তি ছড়াচ্ছে । বিভিন্ন রাজনৈতিক প্রচারে বিপ্লব দেবের বিভিন্ন বক্তব্য নিয়ে নির্বাচন কমিশনের প্রতিনিধিদের কাছেও অভিযোগ জানানো হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ইন্ডিয়া নতুন নেতৃত্ব । সুদীপ রায় বর্মনের আরো অভিযোগ রাজ্যে সমান্তরালভাবে প্রশাসন চালানোর চেষ্টা হচ্ছে। ভোটে জয়ী হওয়ার আগেই প্রশাসনিক আমলাদের ফোনে নির্দেশ এবং ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
একইভাবে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন স্থানে সন্ত্রাস শুরু হয়েছে বলে অভিযোগ করেন ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। সুষ্ঠুভাবে ভয় মুক্ত পরিবেশে সমস্ত নাগরিকদের ভোটদান সুনিশ্চিত করতে ইন্ডিয়া জোট নির্বাচন আধিকারিকদের কাছে আবেদন জানিয়েছেন। অন্যদিকে সাংবাদিক সম্মেলনে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বিজেপি প্রার্থী বিপ্লব দেবের বিভিন্ন বক্তব্য নিয়ে সমালোচনা করেন। বিপ্লব দেব বিভিন্ন নির্বাচনী প্রচারে গিয়ে সিপিআইএম নেতা-মন্ত্রীদের ছেলেমেয়ে এবং বাড়ির মহিলাদের নিয়ে অবান্তর কথা তোলে ব্যক্তিগত আক্রমণ করছেন বলে অভিযোগ। জিতেন বাবু সহ ইন্ডিয়া জোট প্রতিনিধিরা আশা প্রকাশ করেছেন আসন্ন নির্বাচনে দেশজুড়ে নাগরিকরা এই স্বৈরাচারী শাসককে উচিত শিক্ষা দেবে। সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী , রাজ্যসভার সাংসদ বিপ্লব দেবকে নিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ বর্মনের কটাক্ষে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
Recent Comments