সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,১৯ অক্টোবর,,
বৃহস্পতিবার মহা পঞ্চমীর রাতে রাজধানী আগরতলা সহ শহরতলীর বিভিন্ন পূজা মন্ডপে দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। সন্ধ্যা থেকে রাত গড়িয়ে ভিড় ক্রমশ বাড়তে থাকে । কিছু পূজা মন্ডপে অতিরিক্ত ভিড়ের কারণে পঞ্চমীর রাতেই রাজধানীর বিভিন্ন স্থানে “নো এন্ট্রি ” সহ কিছু অতিরিক্ত বিধি নিষেধ আরোপ করতে হয়েছে পুলিশকে। বড় বাজেটের কিছু পূজা মন্ডপ চতুর্থীর রাতেই উদ্বোধন হয়ে গিয়েছিল । পঞ্চমীর রাতে সেসব মন্ডপে প্রতিমা দর্শনে দর্শনার্থীদের লাইন লক্ষ্য করে গেছে। “নো এন্ট্রি ” মুক্ত শহরে পূজা দেখবেন পরিকল্পনায় অনেক নাগরিক নিজের যানবাহন নিয়ে পূজা দেখতে বের হয়েছিলেন। কিন্তু সন্ধ্যার পর থেকে ভিড় ক্রমশ বাড়তে থাকে এবং পুলিশ প্রশাসনকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্থানে “নো এন্ট্রি” বোর্ড বসাতে হয়।
আগরতলা শহরের পাশাপাশি বৃহস্পতিবার সন্ধ্যায় খয়েরপুরে কিছু পূজা মন্ডপের দুর্গাপূজার উদ্বোধন হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় বলদাখাল স্থিত নবদিগন্ত সংঘ এবং বৃদ্ধ নগর স্থিত মহিলা পরিচালিত পূজার উদ্বোধন করেন খয়েরপুর এলাকার বিধায়ক প্রাক্তন অধ্যক্ষ রতন চক্রবর্তী। দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠানে কয়েক জায়গায় বস্ত্র বিতরণ করা হয়। বিধায়ক রতন চক্রবর্তীর সহ পুরাতন আগরতলার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল এবং মন্ডল সভাপতি অমিত নন্দী সহ অন্যান্য অতিথিরা সেইসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Recent Comments