Monday, December 23, 2024
Google search engine
Homeখেলার খবরন্যাশনাল প্রো-এএম যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে তিনটি সোনা সহ চারটি পদক ত্রিপুরার কৈলাশহরের...

ন্যাশনাল প্রো-এএম যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে তিনটি সোনা সহ চারটি পদক ত্রিপুরার কৈলাশহরের তাহিরার।

সংবাদ প্রতিনিধি,, কৈলাসহর,,৭ অক্টোবর,,

চলতি বছরের ন্যাশনাল প্রো-এএম যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে চারটি পদক পেয়ে ত্রিপুরাসহ কৈলাশহরের নাম উজ্জ্বল করল তাহিরা আহমেদ। তাহিরা তিনটি ইভেন্টে স্বর্ণ এবং একটি রৌপ্য পদক দখল করেন। অ্যার্টিস্টিক পেয়ার, রিথমিক পেয়ার ও অ্যার্টিস্টিক গ্রুপে স্বর্ণ পদক পেয়েছেন তাহিরা। অ্যার্টিস্টিক সোলোসে রৌপ পদক পান। এ ছাড়া ট্রেডিশনাল যোগাস্থানায় ষষ্ঠ স্থান অর্জন করেন। তাহিরা আহমেদ পাঁচটি প্রতিযোগিতায় যোগদান করেন এবং সবক’টিতে সাফল্য পান। উল্লেখ্য, গোটা দেশের মোট ২২টি রাজ্যের প্রতিযোগী অংশ নেন।তাহিরা আহমেদের এই সাফল্যের জন্য উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কৈলাসহর জেলা পরিষদ সদস্য মোহাম্মদ বদরুজ্জামান, ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবশ্বর আলি, জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলি আশ্রব মিয়া (জালাল), ঊনোকুটি জেলা কাজিয়ে শরিয়ত মওলানা ইউছুফ আলি, গিয়াস ফুটবল অ্যাকাডেমির চেয়ারম্যান গিয়াস উদ্দিন (লাভলু), ঊনকোটি জেলার সর্ববৃহৎ মসজিদের খতিব আলহাজ্ব হাফিজ আব্দুল জলিল, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সদস্য মওলানা সৈয়দ আহমদ, টিলাবাজর জামে মসজিদের খতিব মাওলানা আব্বাস আলী আল জালিলি সহ অন্যান্যরা। পিতৃমাতৃ হারা তাহিরা কৈলাসহর বউল্লাবাসার বাসিন্দা। কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। প্রয়াত আবু তাহির জালাল উদ্দিন ও প্রয়াত চম্পা বেগমের মেয়ে।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments