আগরতলা,,৮ জুন,, গোপন খবরের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী সহ ৬ নেশা কারবারিকে গ্রেফতার করল পূর্ব থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব থানার ওসি ইন্সপেক্টর রানা চ্যাটার্জির নেতৃত্বে এই অভিযান চলে।
অভিযানে ৩৫ গ্রাম হেরোইন সহ ইয়াবা ট্যাবলেট এবং নেশা বিক্রি করার খালি কৌটা উদ্ধার হয়। পুলিশ ধৃতদের কাছ থেকে নগদ টাকা,মোবাইল ফোন এবং দুটি বাইক বাজেয়াপ্ত করেছে। অভিযান শেষে পশ্চিম জেলা পুলিশ সুপার আইপিএস কিরণ কুমার সাংবাদিকদের সামনে নিজেদের সফলতা তুলে ধরেন।
Recent Comments