সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২৯জুন,,,
নেশা বিরোধী অভিযানে নেমে বড়সড় সাফল্য পেলে ধলাই জেলা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ধোলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদারের নেতৃত্বে আমবাসাতে প্রায় ১৪কোটি টাকার হেরোইন উদ্ধার হয়েছে। নেশা সামগ্রী উদ্ধারের পাশাপাশি পুলিশ একটি গাড়িসহ দুই নেশা কারবারিকে গ্রেফতার করেছে। ধৃত দুইজনের নাম মাহাবুব আলম এবং পিকলু ভৌমিক।
জেলা পুলিশ সুপারের বিবরণ অনুযায়ী ধৃত দুইজন টি আর ০১ বই ইউ ০২৩৪ নম্বরের গাড়ি নিয়ে সিপাহীজলা জেলা থেকে বহিরাজ্যের উদ্দেশ্যে যাচ্ছিল। ধলাই জেলার পুলিশ গোপন খবরের ভিত্তিতে আমবাসা একটি নাকা পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদারের নেতৃত্বে গাড়িটি আটক করে। গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩.৪১৫ কেজি হেরোইন। উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য ১৩ কোটি ৮০ লক্ষ টাকা বলে পুলিশের বিবরণ। পুলিশ গাড়ি সহ দুই নেশা কারবারিকে আটক করে। এই ঘটনায় পুলিশ এনডিপিএস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। অন্যদিকে এদিন সন্ধ্যায় আগরতলা এনসিসি এসডিপিও পারমিতা পান্ডের নেতৃত্বে এনসিসি থানার পুলিশ একটি অটো থেকে প্রায় দেড় কোটি টাকার নেশা সামগ্রী উদ্ধার করে।
এই ঘটনাতেও পুলিশ নেশা কারবারই সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে এবং এনডিপিএস আইনে মামলা নিয়ে তথ্য শুরু করেছে। একই দিনে পৃথক পৃথক জেলায় নেশা বিরোধী অভিযানে পুলিশের এই ধরনের সাফল্য রীতিমতো নজিরবিহীন।
Recent Comments