সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ২৫ জানুয়ারি,,
নেশা মুক্ত সমাজ গড়ার লড়াইয়ে ত্রিপুরা পুলিশকে জনসম্পর্ক বাড়াতে আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার ত্রিপুরা পুলিশের দেড়শ বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান হয় আগরতলা প্রজ্ঞা ভবনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন, আইনশৃঙ্খলার মহা নির্দেশক অনুরাগ ধনখর সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। অনুষ্ঠানে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নেশা মুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে নাগরিকদের সাথে জন সম্পর্ক মজবুত করে পুলিশকে কাজ করার পরামর্শ করেন। অন্যদিকে ত্রিপুরা পুলিশের দেড়শ বছর পূর্তি উপলক্ষে আইন এবং পুলিশ ব্যবস্থা নিয়ে নাগরিকদের সচেতন করতে রাজ্য ব্যাপী বিশেষ প্রচার অভিযান শুরু করেছে ত্রিপুরা পুলিশ। এই উপলক্ষে বিশেষ তিনটি বাস রাজ্যের আটটি জেলায় প্রচার অভিযান করবে। সেই সাথে ১৫০টি মোটর বাইকে পুলিশ কর্মীরা প্রচার অভিযানে অংশ নেবেন। রাজ্যের আট জেলায় থাকবে বিশেষ প্রচার নিয়ে পুলিশের আটটি ছোট গাড়ি। প্রচার অভিযানে আইন সম্পর্কে নাগরিকদের সচেতন করতে লিফলেট বিলি হবে এবং রাস্তার বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে নাগরিকদের আইনের সচেতনতা প্রদান করা হবে। সেই সাথে মহিলা টি এস আর জোয়ান এবং টি এস আরের পাঁচটি ব্যান্ড এই প্রচার অভিযানে সক্রিয় থাকবে। তাছাড়া এদিনের অনুষ্ঠানে পুলিশের উদ্যোগের স্বেচ্ছা রক্তদান, চিত্র প্রদর্শনী এবং ১৫০ বছরের ব্যাচ উদ্বোধন হয়।
Recent Comments