প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১১ সেপ্টেম্বর,,
ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব দিবসকে সামনে রেখে মানবিক কর্মসূচি হাতে নিল ইন্দ্রনগর আগরতলা গাউছিয়া সমিতি। আগরতলা গাউছিয়া সমিতি এবং অধ্যক্ষ সৈয়দ শামসুল হুদা(রঃ) স্মৃতি সংসদের তরফে বন্যা দুর্গতদের সাহায্যার্থে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করা হলো ১০ হাজার টাকা। গাউছিয়া সমিতির সভাপতি জনাব আব্দুল বারেক সহ জনাব আলীর নেতৃত্বে এক প্রতিনিধি দল এদিন মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে আর্থিক সাহায্যের চেক তুলে দেন। সঙ্গে ছিলেন আগরতলার সংখ্যালঘু মোর্চার সভাপতি মুফতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মুখ্যমন্ত্রী গাউছিয়া সমিতির এই উদ্যোগের ভূয়সি প্রশংসা করেছেন। মুখ্যমন্ত্রী আগামী দিনে এই সংগঠনের সামাজিক এবং মানবিক কর্মকান্ডে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানা গেছে। প্রসঙ্গত আগামী ১৬ সেপ্টেম্বর ১২ রবিউল আউয়াল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে ইন্দ্র নগরে শোভাযাত্রার আয়োজন রয়েছে।
Recent Comments