প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৪ এপ্রিল,,
বাংলা নববর্ষের সকালে বাড়িতে লাইট লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক এই দুর্ঘটনা রবিবার সকাল আটটা নাগাদ আগরতলা আড়ালিয়াতে। মৃত যুবকের নাম পাপন দাস(২৩), বাবার নাম কানু দাস। পাপন দাস পেশায় একজন টমটম চালক ছিলেন। রবিবার সকালে তিনি নিজের বাড়িতে ঘরে লাইট লাগাচ্ছিলেন। তখনই বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন বলে পরিবারের লোকেদের বিবরণ। সেই সময় তাঁর বাবা দোকানে ছিল। খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে আসেন এবং ছেলেকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা দেয়। তনতাজা যুবকের এই মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় শোক রয়েছে।
Recent Comments