আগরতলা,, ১৯সেপ্টেম্বর,,
রাজ্যের পর্যটন ক্ষেত্রে আরও একটি নতুন পর্যটন স্থলের আনুষ্ঠানিক সূচনা হয়েছে বৃহস্পতিবার। এদের মুখ্যমন্ত্রী হাত ধরে উদ্বোধন হয় ধলাই জেলার কমলপুরে সানাইয়া রিয়াং পাড়ায় অবস্থিত সুলমা ডঙ্গুর টিউই ঝর্ণার। প্রকৃতির মাঝে এই ঝর্ণার অপরূপ সৌন্দর্য আগামী দিনে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। প্রকৃতির অনন্য নিদর্শন এই সুলমা ডঙ্গুর তুইসৌই জলপ্রপাত। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পর্যটন বিভাগের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ প্রশাসনের আধিকারিকরা।
ছবি: সুলমা ডঙ্গুর তুইসৌই জলপ্রপাত
Recent Comments