সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,৫ জানুয়ারি,,
স্ত্রীর উপস্থিতিতে ঘরের মধ্যে স্বামীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে রানিরবাজার ধান চৌমুনি এলাকায়। মৃত যুবকের নাম বিশ্বজিৎ সরকার (৩১)। বিশ্বজিৎ সরকার এনআইটি কলেজে ইঞ্জিনিয়ারিং গবেষক হিসেবে কাজ করছিলেন। শুক্রবার সকালে রানিরবাজার ধান চৌমুনিতে ভাড়া ঘরের মধ্যে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। বিশ্বজিৎ নিজের ঘরের মধ্যে ফাঁসিতে আত্মহত্যা করে বলে তাঁর স্ত্রী কথাকলি চৌহানের দাবি। পরবর্তীকালে প্রতিবেশী দুই মহিলা সহ স্ত্রী নিজেই স্বামীর ঝুলন্ত দেহ নামিয়ে নেয়।
স্ত্রীর দাবি গত রাতে দ্বিতীয় সন্তান নেওয়া সহ কিছু বিষয় নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। সেই ঝগড়ার পরে বিশ্বজিৎ সরকার ফাঁসিতে আত্মহত্যা করেছেন বলে কথাকলি চৌহান সাংবাদিকদের সামনে জানিয়েছেন। অন্যদিকে মৃত বিশ্বজিৎ সরকারের পিতা সহ পরিবারের সদস্যদের অভিযোগ কথাকলি চৌহান প্রায়ই স্বামী এবং ছোট সন্তানকে বাড়িতে ফেলে কলকাতায় গিয়ে মডেলিং করত। এই মডেলিং নিয়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল। তার চালচলন নিয়ে স্বামী এবং শ্বশুর বাড়ির লোকেদের আপত্তি ছিল। বিশ্বজিৎ সরকারের এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে তার মডেল স্ত্রীর বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন শ্বশুরবাড়ির লোকজন। এই ঘটনায় রানীর বাজার থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
Recent Comments