প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৭ জানুয়ারি,,
একটা সময় কৃষকদের আত্মহত্যা করতে হত। দেশে এখন সেই অবস্থা আর নেই। কৃষকরা এখন উৎসাহ ব্যঞ্জক পরিস্থিতিতে কৃষিকাজ করছেন।চার বছর অতিক্রান্ত হয়েছে ৮১কে কোটি মানুষ ৫ কেজি করে বিনামূল্যে রেশন পাচ্ছেন। এত বড় কর্মসূচি বিশ্বের কোথাও নেই। মাঠে উৎপাদন হচ্ছে বলেই এটা সম্ভব হচ্ছে। আমাদের দেশে খাদ্যের সংকট নেই। আমরা বিভিন্ন ক্ষুধার্ত দেশে খাদ্য সাহায্য করি। সব মিলিয়ে কৃষিকে একটা উৎসাহ ব্যঞ্জন জায়গায় দাঁড় করানো হয়েছে। মাঝখানে কৃষক আন্দোলনের নামে অনেক হৈচৈ হয়েছে। দালালদের হাত থেকে দায়িত্ব নিয়ে সরকার সরাসরি দায়িত্ব নিয়ে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করা হচ্ছে। নূন্যতম সহায়ক মূল্য দিন দিন বাড়ানো হচ্ছে। তাই কৃষকদের লসের কোন সম্ভাবনা নেই। মঙ্গলবার পুরাতন আগরতলায় রাজ্য সরকারের খাদ্য দপ্তরের উদ্যোগে কৃষকদের ধান ক্রয় কর্মসূচির উদ্বোধন করে এ কথা বলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী।
(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)
এদিন খয়েরপুর বিধানসভার চতুর্দশ দেবতা বাড়ি প্রাঙ্গনে এই ধান ক্রয় অনুষ্ঠান হয় এবং কৃষকদের মধ্যে বিভিন্ন কৃষি সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রতন চক্রবর্তী ডাবল ইঞ্জিন সরকার সর্বদা অন্নদাতা কৃষকদের উন্নয়নে এবং সহযোগিতায় পরিকরবদ্ধ বলে দাবি করেন। অনুষ্ঠান কে কেন্দ্র করে কৃষক এবং সুবিধাবীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য নিয়ছিল।
Recent Comments