প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৫ নভেম্বর,,
ইন্দ্রনগরে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল সেবব্রত রায় (৪০) নামে এক যুবকের। তার বাড়ি ইন্দ্রনগর জ্যোতিষ মহাবিদ্যালয় সংলগ্ন এলাকায়। মঙ্গলবার বিকেলে ইন্দ্রনগর আই টি আই রোড ধরে বাড়ি আসার সময় কালীমন্দিরের আশেপাশে একটি স্কুল বাসের ধাক্কায় সে দুর্ঘটনার কবলে পড়ে। বাসের ধাক্কায় সেবব্রত স্কুটি থেকে পড়ে যায় এবং তাঁর মাথায় রাস্তায় থাকা একটি ইটের আঘাত লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে জিবি হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু ঘটে। সেবব্রত রায় এলাকায় অত্যন্ত ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল। তাঁর এই আকস্মিক অকাল প্রয়াণে এলাকাতে শোকের ছায়া রয়েছে। অন্যদিকে এদিন উড়াল পুলে স্কুটি থেকে ছিটকে পরে আহত হন উত্তম চক্রবর্তী নামে যোগেন্দ্রনগরের এক ব্যক্তি।
পরে দমকল কর্মীরা তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করে। রাতে খবর লেখা পর্যন্ত তার অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতালে সূত্রের খবর।
Recent Comments