প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,২৮ আগস্ট,,
সামাজিক হিংসায় ক্ষতিগ্রস্ত রানিরবাজার দুর্গানগরের সংখ্যালঘু পরিবারের সদস্যদের ত্রাণ সাহায্য করলো ত্রিপুরা রাজ্য হজ কমিটি। হজ কমিটির চেয়ারম্যান শাহ আলমের নেতৃত্বে এক প্রতিনিধি দল এদিন ক্ষতিগ্রস্ত রানীবাজার এলাকায় যান। সেখানে তারা ক্ষয়ক্ষতির পরিমাণ দেখেন। ক্ষতিগ্রস্তদের কাছ থেকে সেদিনের ঘটনার ভয়াবহতার খবর নেন। হজ কমিটির সদস্যরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সামর্থ্য অনুযায়ী কাপড় এবং খাবার সামগ্রী বিতরণ করেন।
চেয়ারম্যান শাহ আলম এলাকার লোকেদের শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান রেখেছেন। তিনি বলেন বর্তমান সরকার সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। মন্দিরে যারা কালী মূর্তি ভেঙেছে সেই ঘটনারও তদন্ত হবে এবং এই অভিযোগে যারা মুসলিম পরিবারের উপর হামলা করেছেন তাদেরও বিচার হবে। ঘটনার তদন্তক্রমে অভিযুক্তদের উচিত শাস্তি দেওয়া হবে বলে তিনি স্থানীয় নাগরিকদের আশ্বস্ত করেছেন।
Recent Comments