প্রতিধ্বনি প্রতিনিধি,, মেলাঘর,, ২০ এপ্রিল,,
দুটি যাত্রিবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অটো চালকের। আহত ১১ মাসের শিশু সহ চারজন। মর্মান্তিক এই দুর্ঘটনা শুক্রবার বিকেলে মেলাঘর নেতাজী চৌমুনী এলাকায়। ঘটনার বিবরনে জানা যায় টি আর ০৮ এ ২৬২১ নম্বরের অটোতে গ্যাস ভর্তি করে চালক সিএনজি স্টেশন থেকে বের হয়েছিলেন। ঠিক তখনই বিপরীত দিক থেকে টি আর ০৭- ৩৮০৬ নম্বরের একটি যাত্রীবাহী অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুত গতিতে থাকায় সংঘর্ষে দুটি অটো-ই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সামনের অংশ রীতিমতো দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় অটো চালক ইব্রাহিম মিয়া রাস্তায় ছিটকে পড়েন। অপর অটোর চালক রামকৃষ্ণ সাহা সহ তার অটোতে থাকা সঙ্গীতা দাস, সরস্বতী দাস ও ১১ মাসের শিশু গুরুতর আহত হয় । আহতদেরকে মেলাঘর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর চিকিৎসক অটোর চালক ইব্রাহিম মিয়াকে মৃত বলে ঘোষণা করেন। ইব্রাহিম মিয়ার বাড়ি বিলোনিয়াতে। অন্যদিকে মোহনভোগ এলাকার অটো ড্রাইভার রামকৃষ্ণ সাহা, গুরুতর আহত হওয়া তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। অন্য আহতদের মেলাঘর হাসপাতালে চিকিৎসা চলছে। মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থলে প্রাথমিক তদন্তের পর দুর্ঘটনার মামলা নিয়ে তদন্ত শুরু করেছেন।
Recent Comments