প্রতিধ্বনি প্রতিনিধি,, বক্সনগর,, ২৩ ফেব্রুয়ারি,,
দীর্ঘদিন ধরে বক্সনগরবাসির দাবি ছিল একটি অগ্নি নির্বাপক কেন্দ্রের। অবশেষে রবিবার বক্সসনগরে আনুষ্ঠানিক ভাবে বক্সনগর অগ্নি নির্বাপক কেন্দ্রের প্রস্তাবিত দালান বাড়ির বাড়ির শিলান্যাস করলেন বিধায়ক তফাজ্জল হোসেন। প্রায় ১ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যায়ে অগ্নিনির্বাপক কেন্দ্রের দালান বাড়ি তৈরি করা হবে। রবিবার বিকেলে এই শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে ভূমি পূজন এবং দোয়ার আয়োজন করা হয়। নিজের হাতে কোদাল দিয়ে মাটি কেটে শিলান্যাস অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক তফাজ্জল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএমের দীর্ঘ শাসনে বক্সনগরে কেন অগ্নি নির্বাপক কেন্দ্র গড়ে তোলা হয়নি তা নিয়ে তীব্র সমালোচনা করেন বিধায়ক।
(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করার চ্যানেল টি সাবস্ক্রাইব করুন)
প্রসঙ্গত বক্সনগরে কোনো অগ্নি নির্বাপক কেন্দ্র নেই। এর ফলে এলাকায় কোন অগ্নিসংযোগের ঘটনা ঘটলে ২০-২৫ কিলোমিটার দূর থেকে অর্থাৎ বিশালগড় বা সোনামুড়া থেকে দমকল কর্মীদের আসতে হয়। তাতে করে দুর্ঘটনাস্থল পুড়ে ছাই হয়ে যায় এবং প্রচুর ক্ষয়ক্ষতির আশংকা থাকে। কিছু দিন পূর্বেও এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সংগঠিত হয়েছিল বক্সনগরের আশাবাড়ি পঞ্চায়েত এলাকায়। দমকল কর্মীদের গাড়ি আসতে দেরী করায় সেই অগ্নিসংযোগ স্থল পুড়ে ছাই হয়ে যায়। অবশেষে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সেই দমকলের গাড়ি আটকে রাখে। অবশেষে এই সমস্যার সমাধানে বিধায়ক তফাজ্জল হোসেন উদ্যোগী হয়ে অগ্নি নির্বাপক কেন্দ্রের দালান বাড়ির শিলান্যাস করলেন।
Recent Comments