প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১ নভেম্বর,,
দীপাবলি উৎসব উপলক্ষে শুক্রবার রাজ্যের জনজাতি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার সাংবাদিক এবং প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আগরতলায় সোনার তরী রাজ্য অতিথিশালায় এই সৌজন্য সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। সেখানে জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধিদের পরিচালিত বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমের মালিক এবং সাংবাদিক সহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন খুমলুঙ প্রেস ক্লাবের অংশুমান দেববর্মা, রঞ্জিত দেববর্মা সহ অন্যান্যরা।
সেখানে মুখ্যমন্ত্রী জনজাতি সাংবাদিক এবং সংবাদ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে খোলামেলা আলোচনা করেন। দীপাবলি উপলক্ষে তাদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন। মুখ্যমন্ত্রীর এই ধরনের উদ্যোগে জনজাতি অংশের সাংবাদিক সহ সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অত্যন্ত উৎসাহিত রয়েছেন এবং এই উদ্যোগের প্রশংসা করেছেন।
Recent Comments