প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,৭ জানুয়ারি,,
চুরির মামলার তদন্তে ফের সাফল্য দেখালো রানা চ্যাটার্জির নেতৃত্বে পূর্ব থানার পুলিশ। প্রতাপগড় বসাক পাড়াতে চুরি কান্ডে এবার চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করে মালিক পরিবারের হাতে ফেরত দিল পূর্ব থানার পুলিশ। মাসখানেক আগে বসাক পাড়ার রাকেশ সাহা এবং ভোলা বণিকের বাড়িতে চুরি হয়েছিল। সেই মামলার তদন্তে তিন চোরকে গ্রেফতার করেছিল পূর্ব থানার পুলিশ। অবশেষে ধৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রায় পাঁচ লক্ষ টাকার স্বর্ণালংকার উদ্ধার করতে সক্ষম হয় তদন্তকারী পুলিশ দল । এই সমস্ত স্বর্ণালংকার রাকেশ সাহা এবং ভোলা বণিকের বাড়ি থেকে চুরি হয়েছিল বলে পুলিশের দাবি।
(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)
মামলার সুষ্ঠু পরিচালনার মাধ্যমে আদালতের নির্দেশে মঙ্গলবার পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জী সেই সমস্ত স্বর্ণালংকার প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। পূর্ব থানার পুলিশের দায়িত্বশীল ভূমিকায় চুরি যাওয়া স্বর্ণালংকার ফিরে পেয়ে অত্যন্ত খুশি রয়েছেন নাগরিক মহল। তারা পূর্ব থানার ওসির ভূমিকায় ভূয়সি প্রশংসা করেছেন।
Recent Comments