Tuesday, July 1, 2025
Google search engine
Homeজাতীয় খবরদামছড়াতে মাদক সহ ধৃত পুলিশ কনস্টেবল; উদ্ধার ২৫ কোটি টাকার হেরোইন।

দামছড়াতে মাদক সহ ধৃত পুলিশ কনস্টেবল; উদ্ধার ২৫ কোটি টাকার হেরোইন।

প্রতিধ্বনি প্রতিনিধি,, ধর্মনগর,, ১০ জুন,,

মাদকবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলার পুলিশ। সোমবার মিজোরাম থেকে রাজ্যে ঢোকার পথে গাড়ি ভর্তি হেরোইন উদ্ধার করল দামছড়া থানার পুলিশ। মাদকের গাড়িতে ধরা পড়েছেন বিশালগড় জেলা পুলিশের পুলিশ কনস্টেবল সাইদুল রহমান সহ দুইজন। তাদের বিলাসবহুল গাড়ি থেকে ১৭৭ টি সাবানের কেইসে মোট ২ কেজি ২১২ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে বলে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন।

গাড়ি থেকে আটক করা হয় দুই সন্দেহভাজন হেরোইন পাচারকারী সাইদুল রহমান (৩৫) এবং জসিম উদ্দিন (৩৫)কে। তাদের দুজনের বাড়ি সোনামুড়ার কুলুবাড়ি এবং ঠাকুরমুড়া এলাকায়। সাইদুল রহমান দীর্ঘদিন যাবত সিপাহীজলা জেলা পুলিশের অধীনে কর্মরত। সূত্রের দাবি তার নেতৃত্বেই এই বিপুল পরিমাণ মাদক ত্রিপুরায় আমদানি হয়েছিল এবং তা সিপাহীজলা জেলাতে যাওয়ার কথা ছিল। দামছড়া থানার পুলিশ এই ঘটনায় এনডিপিএস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments