Sunday, April 13, 2025
Google search engine
Homeজাতীয় খবরদামছড়ায় আগুনে পুড়লো সাংবাদিকের বাড়ি; পাশে দাঁড়ালেন সাংবাদিকদরদী প্রণব সরকার।

দামছড়ায় আগুনে পুড়লো সাংবাদিকের বাড়ি; পাশে দাঁড়ালেন সাংবাদিকদরদী প্রণব সরকার।

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১০ এপ্রিল,,

আগরতলা প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি পদে জয়লাভের অব্যবহিত পরেই নিজের কর্তব্য কর্মে সচল রয়েছেন নবনির্বাচিত প্রেস ক্লাব সভাপতি বিশিষ্ট সাংবাদিক প্রনব সরকার। সাংবাদিক দরদী প্রণব সরকার বুধবার ছুটে গেছেন ত্রিপুরার উত্তর জেলার দামছড়াতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাংবাদিক ফখরুদ্দিনের বাড়িতে। প্রণব সরকারের সঙ্গে ছিলেন সাংবাদিক ডঃ বিশেন্দু ভট্টাচার্য সহ আগরতলা প্রেসক্লাব সদস্য রঞ্জিত দেববর্মা সহ কাঞ্চনপুরের একাধিক স্থানীয় সাংবাদিক।

সাংবাদিক ফখরুদ্দিন আগরতলা থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকার সাংবাদিক। তার অভিযোগ গভীর রাতে কেউ পেট্রোল ঢেলে তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। তার মেয়ের উপস্থিত বুদ্ধিতে পরিবারের লোকেরা প্রাণে বাঁচলেও বাড়িঘর আগুনে পুড়ে রীতিমতো ছাই হয়ে গেছে। এই ঘটনার খবর পেয়ে ওই আক্রান্ত পরিবারের সাথে যোগাযোগ করেন প্রণব সরকার। তিনি দলবল নিয়ে বুধবার সকালেই ছুটে যান দাম ছড়ার উদ্দেশ্যে। সেখানে গিয়ে পরিবারের লোকেদের সাথে কথা বলেন। সহমর্মিতা জানান। ঘটনার বিস্তারিত খবর নেন এবং সাংবাদিককে সর্বাত্মক সাহায্যের আশ্বাস দিয়ে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন।

প্রসঙ্গত মাত্র দুদিন আগে ৬ এপ্রিল আগরতলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। সেই নির্বাচনে ব্যাপক সমর্থন নিয়ে সভাপতি পদে জয়লাভ করেছেন রাজ্য থেকে জাতীয় প্রেসক্লাবের একমাত্র সদস্য প্রণব সরকার। প্রণব সরকার বরাবরই দল-মত নির্বিশেষে সাংবাদিকদের যে কোন সমস্যায় সবার আগে পাশে থাকেন। তিনি সাংবাদিক দরদী হিসেবেই আগরতলা প্রেসক্লাবের সম্পাদক পদে বহুদিন কাজ করেছেন। এবার দ্বিতীয়বার প্রেস ক্লাবের সভাপতির মত সম্মানিত পদে তিনি আসিন হয়েছেন। সেই পদে থেকেও সাংবাদিকদের পাশে থেকেই তিনি নিজের সাংবাদিক দরদী পরিচয় ধরে রাখতে চাইছেন। অন্যদিকে একইভাবে ক্ষতিগ্রস্ত সাংবাদিক ফখরুদ্দিনের বাড়িতে ছুটে যান ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল।

ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে আর্থিক সাহায্য তুলে দেয় এবং ঘটনার বিস্তারিত খবর নেয়। ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশন ঘটনার বিস্তারিত তদন্তক্রমে ক্ষতিগ্রস্ত সাংবাদিককে সর্বাত্মক সাহায্য প্রদানে সরকারের কাছে দাবি তুলেছে।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments