প্রতিধ্বনি প্রতিনিধি ,,আগরতলা,, ২৫ জুলাই,,
নাগরিক কর্মসূচির অঙ্গ হিসেবে মেগা রক্তদান শিবির এবং সৈনিক সম্মেলনের আয়োজন করলো টিএসআর দশম বাহিনী। জিরানীয়া এনআইটি কলেজ সংলগ্ন দশম বাহিনীর সদর দপ্তরে শুক্রবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। উপস্থিত ছিলেন এডিজি জিএস রাও।আই জি টিএস আর সহ অন্যান্যরা।অনুষ্ঠানে রক্তদান শিবিরে ১১১ জন টিএস আর জোয়ান স্বেচ্ছা রক্তদান করেন। একইভাবে ৪০ জন ছাত্রছাত্রীর মধ্যে স্কুল ব্যাগ এবং ৮০ জন গ্রামবাসীর মধ্যে উন্নত মানের মশারী বিতরণ করা হয়েছে। পুলিশ মহা নির্দেশক দীর্ঘক্ষণ সেখানে উপস্থিত থাকেন এবং জোয়ানদের সাথে খোলামেলা আলোচনায় অংশ নেন। পরে জোয়ান এবং আধিকারিক সবাই এক সাথে মধ্যাহ্নভোজে অংশ নেন। এদিন বাহিনীর সদর দপ্তরে একটি পাম বাগানের উদ্বোধন করেন পুলিশ মহা নির্দেশক। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন দশম বাহিনীর বাহিনীর কমানডান্ট আই পি এস সঞ্জয় রায়। অনুষ্ঠানকে কেন্দ্র করে জোয়ানদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।
Recent Comments