সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,,
লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের দুটি আসনে জয় নিশ্চিত করতে শুক্রবার রাতে ত্রিপুরা সফরে এলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। শুক্রবার রাত আটটার পর বিশেষ বিমানে তিনি আগরতলা এমবিবি বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরের রাষ্ট্রীয় সভাপতিকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সহ দলীয় সভাপতি রাজীব ভট্টাচার্য ,প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা। পরে সেখান থেকে তিনি অতিথি শালায় দলীয় কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। শনিবার নাড্ডাজির নেতৃত্বে দলীয় কর্মসূচি রয়েছে আগরতলা এবং শান্তির বাজারে। লোকসভা নির্বাচনে দুটি আসন সহ ধনপুরে উপনির্বাচনে কোনভাবে যাতে বিজেপির আসন হাতছাড়া না হয় তার জন্য রাজ্য নেতাদের সঙ্গে সাংগঠনিক কর্মসূচি নিয়ে আলোচনাই রাষ্ট্রীয় সভাপতির ত্রিপুরা সফরের মূল উদ্দেশ্য বলে জানা গেছে।
Recent Comments