প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২২ সেপ্টেম্বর,,
৫১ শক্তিপীঠের অন্যতম হল ত্রিপুরায় উদয়পুর স্থিত ত্রিপুরাসুন্দরী মায়ের মন্দির। কেন্দ্রীয় সরকারের প্রসাদ প্রকল্পে সেই মন্দিরকে আরোও সুসজ্জিত রূপ দেওয়া হয়েছে। সোমবার পূর্বসূচি অনুযায়ী ত্রিপুরায় এসে অত্যাধুনিক ব্যবস্থাযুক্ত মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের নতুন রূপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্দিরের নতুন রূপের উদ্বোধন করে তিনি নিয়ম মেনে মাতা ত্রিপুরেশ্বরীর পূজা দেন। মন্দিরের উদ্বোধন পর্বে যোগ দিতে পূর্বসূচি অনুযায়ী সোমবার বায়ুসেনার বিশেষ বিমানে প্রধানমন্ত্রী দুপুর দুইটা ১০ মিনিটে নাগাদ আগরতলা এমবিবি বিমানবন্দরে অবতরণ করেন। আগরতলা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , ত্রিপুরা প্রশাসনের মুখ্য সচিব জেকে সিনহা সহ অন্যান্যরা।
আগরতলা বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী বায়ু সেনার হেলিকপ্টার কনভয়ে পৌঁছান উদয়পুর স্থিত পালাটানা ওটিপিসি হেলিপেডে। সেখানে হেলিকপ্টার থেকে নামার পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। হেলিপেড গ্রাউন্ড থেকে প্রধানমন্ত্রীর কনভয় সড়ক পথ ধরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পৌঁছায়। মন্দিরের পূণ্য ভূমিতে প্রধানমন্ত্রীকে বরণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা।

সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, পশ্চিম ত্রিপুরা লোকসভা সাংসদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী প্রসাদ প্রকল্পে নির্মিত ত্রিপুরেশ্বরী মন্দিরের নতুন রূপের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী মাতা ত্রিপুরেশ্বরীর পূজা দেন এবং সেখানে উপস্থিত ভিআই পি অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ফের সড়ক পথে হেলিপেডে ফিরে যান এবং হেলিকপ্টারে আগরতলা বিমানবন্দরে পৌঁছান। আগরতলা বিমানবন্দর থেকে বিকেল সাড়ে চারটায় বায়ু সেনার বিমানে তিনি রাজ্য ত্যাগ করেন। মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রীর কার্যক্রম ৩৩ মিনিটের ছিল বলে প্রশাসন সূত্রে জানা গেছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই কয়েক ঘন্টার সফরকে কেন্দ্র করে ত্রিপুরার সাধারণ নাগরিক মহলে ব্যাপক উৎসাহ লক্ষ্য নিয়ছিল। রাস্তার দুধারে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে রাজ্যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই।
Recent Comments