Tuesday, July 1, 2025
Google search engine
Homeত্রিপুরার খবরআগরতলা খবরত্রিপুরেশ্বরী কালী মন্দিরে মুখ্যমন্ত্রীর গঙ্গা আরতি, সীমান্তে বিএসএফ জওয়ানদের সাথে শুভেচ্ছা বিনিময়...

ত্রিপুরেশ্বরী কালী মন্দিরে মুখ্যমন্ত্রীর গঙ্গা আরতি, সীমান্তে বিএসএফ জওয়ানদের সাথে শুভেচ্ছা বিনিময় কেন্দ্রীয় মন্ত্রীর। রাজ্যে নির্ভীঘ্নে দীপাবলি উৎসব

সংবাদ প্রতিনিধি,,আগরতলা,,১২ নভেম্বর,,

কালীপূজা এবং দীপাবলি উৎসবকে কেন্দ্র করে গোটা দেশের সাথে আনন্দে মেতে উঠেছে ত্রিপুরা। সর্বত্রই উৎসাহের মধ্যে দিয়ে চলছে কালীপূজা এবং দীপাবলি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান। দীপাবলি উপলক্ষে রাজ্যের সর্ববৃহৎ অনুষ্ঠান তথা উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী কালী মন্দিরের দীপাবলি উৎসব এবং মেলার সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সন্ধ্যায় ত্রিপুরেশ্বরী কালী মন্দিরে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, মন্ত্রি শুক্লাচরণ নোয়াতীয়া সহ অন্যান্য অতিথিরা। দীপাবলি উপলক্ষে ত্রিপুরাসুন্দরী মায়ের মন্দিরের অন্তর্গত কল্যাণ সাগর পাড়ে গঙ্গা আরতিতে অংশ নেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা।

ত্রিপুরা রাজ্য তথা উত্তর পূর্বাঞ্চলের অন্যতম ত্রিপুরেশ্বরী কালী মন্দিরের দীপাবলি উৎসবকে কেন্দ্র করে ভক্ত এবং দর্শনার্থীদের ব্যাপক ভিড় রয়েছে।

অন্যদিকে আলোর উৎসব দীপাবলিতে এবারো সীমান্তে কর্মরত বিএসএফ জওয়ানদের সাথে সময় কাটালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। রবিবার দীপাবলীর সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী আগরতলা আখাউড়া স্থলবন্দরে কর্মরত সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন। তিনি সেখানে বিএসএফ জওয়ানদের সাথে সীমান্তের জিরো পয়েন্টের পিলারের পাশে প্রদীপ প্রদীপ প্রজ্বলন করেন।

বিএসএফের মহিলা জওয়ানদের সাথে কিছুক্ষণ সময় কাটান। তাদের পরিবারের খবর নেন এবং ঘর পরিবার ছেড়ে দেশ রক্ষায় তাদের অবদানের ভূয়শি প্রশংসা করেন। পাশাপাশি তিনি আখাউড়া ইন্দু বাংলা চেকপোষ্টের গেইটে কর্মরত বাংলাদেশ বর্ডার গার্ডের জোয়ানদেরও দীপাবলীর শুভেচ্ছা জানান। তাদের হাতে দীপাবলি উপলক্ষে মিষ্টি তুলে দেন।

কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রকের রাজ্য মন্ত্রী প্রতিমা ভৌমিকের এই শুভেচ্ছা বিনিময়ের সময় সেখানে উপস্থিত ছিলেন বিএসএফের একাংশ আধিকারিক। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন দেশের প্রধানমন্ত্রী সব সময় উৎসবের দিনগুলোতে সেনা জওয়ানদের খোঁজখবর নেন। তাদের পাশে থাকার অঙ্গীকার করেন।

আজকের দিনেও তিনি হিমাচলে রয়েছেন। উৎসবের মধ্যে বাড়ি ঘর থেকে দূরে থেকে যেসব সেনা এবং আধা সেনা জোয়ানরা দেশের কাজে নিয়োজিত তাদের পাশে থেকে এক পরিবারের অনুভূতি প্রদান করাই এই ধরনের কর্মসূচির লক্ষ্য বলে তিনি জানিয়েছেন। এছাড়াও রাজধানীর ইন্দ্রনগর কালী মন্দির, শকুন্তলা রোড সহ বিভিন্ন স্থানে জাঁকজমকপূর্ণভাবে দীপাবলিতে কালিপূজা এবং মেলা সহ অন্যান্য অনুষ্ঠান হচ্ছে। খবর রাখা পর্যন্ত ছোটখাটো কিছু দুর্ঘটনা ছাড়া দীপাবলি উৎসবকে কেন্দ্র করে রাজ্যের কোথাও তেমন কোনো অপ্রতিকর ঘটনার খবর নেই।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments