সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,১৯ জুন,,,
মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা। প্রদেশ কংগ্রেস ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সভাপতি হিসেবে আশীষ কুমার সাহাকে বরণ করেন দলীয় নেতৃত্ব। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেসের বিভিন্ন সংগঠন এবং শাখা সংগঠনের নেতৃত্ব। প্রাক্তন বিধায়ক তথা সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত আশীষ কুমার সাহার নেতৃত্বে ত্রিপুরা কংগ্রেস আগামী দিনে সাংগঠনিকভাবে আরও চাঙ্গা হয়ে উঠবে বলে বিধায়ক সুদীপ রায় বর্মন আশা ব্যক্ত করেছেন। তবে এদিনের অনুষ্ঠানে প্রাক্তন সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা সহ উনার গোষ্ঠীর নেতাকর্মীরদের উপস্থিত থাকতে দেখা যায়নি। লোকসভা নির্বাচনের আগে এই ঘটনা দলের গোষ্ঠী কোন্দলের চিত্র সামনে তুলে এনেছে বলে সমালোচকদের অভিমত।
Recent Comments