Monday, December 23, 2024
Google search engine
Homeত্রিপুরার খবরআগরতলা খবরত্রিপুরা নাগরিকদের হাসি কেড়ে নিয়েছে বিজেপি। আগামী পাঁচ বছরে সেই হাসি ফেরত...

ত্রিপুরা নাগরিকদের হাসি কেড়ে নিয়েছে বিজেপি। আগামী পাঁচ বছরে সেই হাসি ফেরত দেবে কংগ্রেস: সাংবাদিক সম্মেলনে বললেন কংগ্রেস মুখপাত্র পবন খেড়া।

আগরতলা,, ৯ ফেব্রুয়ারি,,

ত্রিপুরার সঙ্গে প্রতারণা হয়েছে। ত্রিপুরার যুবকদের সঙ্গে প্রতারণা হয়েছে। ত্রিপুরার মহিলাদের সঙ্গে প্রতারণা হয়েছে। এই প্রতারণার বদলা নেবে ত্রিপুরা। ভোটের মাধ্যমে সেই বদলা নেবে ত্রিপুরার নাগরিক। এইজন্যই ত্রিপুরার নাগরিকদের ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। ভোটারদের ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। ত্রিপুরার ভোটার ভয় পাবে না। তারা পরিবর্তন চাইছে। তারা পরিবর্তনের জন্য ভোট দেবে। আর যখন ভোটের ফলাফল প্রকাশিত হবে তখন পোস্টারে থাকা নরেন্দ্র মোদী, অমিত শাহ, নাড্ডা জির মুখের হাসি দূর হয়ে যাবে। আমরা কথা দিচ্ছি। আগামী পাঁচ বছরে ত্রিপুরার মানুষের মুখে হাসি আমরা ফিরিয়ে আনবো”

বৃহস্পতিবার ত্রিপুরা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলো বলেছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির মুখপাত্র পবন খেড়া। নির্বাচনী প্রচারে এসে গত দুদিন যাবত আগরতলায় অবস্থান করছেন সর্বভারতীয় কংগ্রেস নেতা পবন খেড়া। বৃহস্পতিবার তিনি কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলনে মিলিত হন। তিনি ত্রিপুরার বিজেপি সরকার সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন বিজেপি সরকার দেশের মানুষের উপর মূল্যবৃদ্ধি চাপিয়ে দিচ্ছে। তিনি অভিযোগ করেন ত্রিপুরায় বিজেপি দল বেকারদের চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করেছে। কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের নামে ঠকিয়েছে। তিনি বলেন ত্রিপুরার নাগরিকরা যখন এসব প্রতারণার জবাব দিতে চাইছে তখন তাদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে। কিন্তু মানুষ সব বাধা-বিপত্তি তুচ্ছ করে ভোট বাক্সে নিজেদের জবাব দেবে। আগামী দিনে কংগ্রেস সিপিআইএম জোট সরকার প্রতিষ্ঠিত হলে নাগরিকদের তাদের সমস্ত অধিকার ফিরিয়ে দেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

আগরতলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে কংগ্রেস মুখপাত্র পবন খেড়া

এছাড়াও সাংবাদিকদের প্রশ্নের মুখে ত্রিপুরায় সিপিআইএম এবং কংগ্রেসের জোট নিয়ে উত্তর দিতে গিয়ে তিনি বলেন “লোকতন্ত্রে এক রাজনৈতিক দলের সাথে অন্য রাজনৈতিক দলের জোট হয়ে থাকে। নীতি আদর্শের উপর ভিত্তি করে নাগরিক উন্নয়নের লক্ষ্য এবং উদ্দেশ্য কি রয়েছে সেগুলিই এক্ষেত্রে মাইনে রাখে ।”

তিনি আরো বলেন বিজেপি কাশ্মীর, পাঞ্জাবসহ বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট করেছে। এবার ত্রিপুরায় সিপিআইএম কংগ্রেস জোট হওয়ার পর বিজেপি তাদের নিশ্চিত পরাজয় টের পেয়ে গেছে। পরাজয় নিশ্চিত জানতে পেরেই কংগ্রেস সিপিআইএমের জোট নিয়ে অপপ্রচার শুরু করেছে বিজেপি। আসন্ন নির্বাচনে সিপিআইএম কংগ্রেসের জয় নিশ্চিত বলে প্রত্যয় ব্যক্ত করেছেন।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments