প্রতিধ্বনি প্রতিনিধি,, সোনামুড়া,, ৩০ আগস্ট,,
ত্রিপুরা রাজ্যের বন্যা পরিস্থিতিকে রাষ্ট্রীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার দাবি জানাল সারা ভারত কৃষকসভা। সর্বভারতীয় কৃষক সভার সহ-সভাপতি সাংসদ অমরা রামের নেতৃত্বে এক প্রতিনিধি দল বন্যা কবলিত ত্রিপুরায় এসেছেন। কেন্দ্রীয় প্রতিনিধি দল কৃষকসভার রাজ্য নেতা পবিত্র কর সহ অন্যান্যদের সাথে রাজ্যের বিভিন্ন কৃষি প্রধান অঞ্চলগুলিতে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করেন। ত্রিপুরার বন্যায় কৃষকদের ভয়াবহ ক্ষতি দেখে তারা দুঃখ প্রকাশ করেছেন।
সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সাংসদ অমরা রাম বলেন ত্রিপুরাতে বন্যায় প্রায় ২ লক্ষ মানুষ পিরিত হয়েছেন। এখনো বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে রয়েছেন বহু সংখ্যক মানুষ। অনেকের মৃত্যু হয়েছেন। কৃষক সভার কেন্দ্রীয় নেতৃত্ব ত্রিপুরার বন্যা পরিস্থিতিকে রাষ্ট্রীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার দাবী জানান। পাশাপাশি তিনি কেন্দ্র এবং রাজ্য সরকারের নিকট দাবী জানান যেন তৃণমূল স্তরে এসে কৃষকদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরীক্ষণ করেন এবং তাদের সহায়তা প্রদান করেন। এছাড়াও তিনি আগামীদিনে রাজ্যে রেগাতে মজুরি বৃদ্ধি করা এবং শ্রম দিবস বৃদ্ধি করার কথা বলেন। এদিনের প্রতিনিধিত হলে অন্যান্যদের মধ্যে ছিলেন কৃষক সভার কোষাধ্যক্ষ তথা কেরালার প্রাক্তন বিধায়ক পি কৃষ্ণ প্রসাদ, কৃষক সভার ত্রিপুরা রাজ্য সম্পাদক পবিত্র কর সহ অন্যান্যরা
Recent Comments