প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৫ সেপ্টেম্বর,,
ত্রিপুরার বন্যা পরিস্থিতিতে পাশে দাঁড়ালো সর্বভারতীয় জমিয়ত উলামায়ে হিন্দ। ত্রিপুরার বন্যা দুর্গতদের জন্য জমিয়তের কেন্দ্রীয় নেতৃত্ব সহ মুম্বাই কমিটি দান করল ১০ লক্ষ টাকা। রাজ্য জমিয়তের সভাপতি মুফতি তৈয়ীবুর রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় জমিয়তের তরফে দেওয়া ১০ লক্ষ টাকায় ত্রিপুরার বন্যা দুর্গত ২৪২৫ পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন জমিয়তের রিলিফ টিমের কনভেনার মুস্তাক আহমেদ।

এক প্রেস বিবৃতিতে কনভেনার মুস্তাক আহমেদ জানিয়েছেন ত্রিপুরার বন্যা দুর্গতদের সাহায্যে ১০ লক্ষ টাকা সাহায্য দিল কেন্দ্রীয় জমিয়ত উলামায়ে হিন্দ। জমিয়ত উলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি সৈয়দ আরশাদ মাদানী এবং সাধারণ সম্পাদক শহীদ মাসুম শাকিব সহ মুম্বাই জমিয়ত উলামায়ে হিন্দ এই টাকা পাঠিয়েছে। জমিয়ত উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মুফতি তৈয়ীবুর রহমানের নেতৃত্বে ধর্ম বর্ণ নির্বিশেষে বন্যা দুর্গতদের মধ্যে এই আর্থিক সাহায্যের ত্রাণ বিতরণ করা হয়েছে। প্রেস বিবৃতিতে বলা হয়েছে বিভিন্ন শরণার্থী শিবিরে ৩২২ পরিবারকে নগদ ৫০০ টাকা করে সাহায্য করা হয়েছে। একইভাবে ২১০৩ পরিবারকে একবেলার খাবার সামগ্রী হিসেবে চাল, ডাল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। রাজ্যের জাতির জনজাতি সহ হিন্দু মুসলিম উভয় অংশের লোকেদের মধ্যে এই ত্রাণ সাহায্য করা হয়েছে বলে প্রেস বিবৃতিতে বলা হয়েছে।
Recent Comments