আগরতলা,,৯ মার্চ,,,
বুধবার অনুষ্ঠিত হলো ত্রিপুরার দ্বিতীয় বিজেপি জোট সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। আগরতলা বিবেকানন্দ ময়দানে দ্বিতীয় বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, আসামের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। শপথ গ্রহণ অনুষ্ঠান মুখ্যমন্ত্রী হিসেবে ডাক্তার মানিক সাহা সহ মোট ৯ জন মন্ত্রী এদিন শপথ নিয়েছেন। মুখ্যমন্ত্রী বাদে অন্যান্য মন্ত্রীদের মধ্যে এদিন শপথ নেন রতনলাল নাথ, প্রনজিৎ সিংহ রায়, সান্তনা চাকমা, সুশান্ত চৌধুরী। মন্ত্রিসভায় নতুনভাবে স্থান পেয়ে শপথ নিয়েছেন টিংকু রায়, সুধাংশু দাস, শুক্লা চরণ নোয়াতিয়া এবং বিকাশ দেববর্মা। পুরানো মন্ত্রী তালিকা থেকে বাদ পড়ছেন রামপ্রসাদ পাল ,ভগবান দাস , মনোজ কান্তি দেব এবং রামপদ জমাতিয়া। মন্ত্রিসভার এখনো তিনটি পথ খালি রয়েছে। সূত্রের খবর কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবার পর প্রতিমা ভৌমিক মন্ত্রী হতে পারেন। এছাড়াও তিপড়া মথার সাথে বন্ধুত্বপূর্ণ আলোচনা চালিয়ে যাচ্ছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। আগামী দিনে বিজেপি সরকারের সঙ্গে মিলে গেলে মথা থেকে দুই বা ততোধিক বিধায়ক মন্ত্রী হতে পারেন। বুধবারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আগরতলায় ব্যাপক জনসমাগম লক্ষ্য নিয়ছিল।
Recent Comments