সংবাদ প্রতিনিধি,,, আগরতলা,,, ৩ মার্চ
ত্রিপুরায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতা দখল করল বিজেপি দল। ২ মার্চ বৃহস্পতিবার ত্রিপুরা ১৩ তম বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরার নির্বাচনের ফলাফলে বিজেপি এককভাবে পেয়েছে ৩২ টি আসন। বিজেপির শরিক দল হিসেবে আইপিএফটি পেয়েছে একটি আসন। অন্যদিকে উপজাতি ভিত্তিক দল তিপরামথা ১৩ টি আসন পেয়ে বিরোধী দলের মর্যাদা পেয়েছে। পাশাপাশি সিপিআইএম ১১ টি এবং কংগ্রেস ৩ টি আসন পেয়েছে। ২০১৮ নির্বাচনের তুলনায় এবার শাসক দল বিজেপির আসন সংখ্যা সামান্য কমলেও বাম কংগ্রেসকে ধরাশায়ী করে এককভাবে জয় ছিনিয়ে নিতে পারায় বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব খুশি রয়েছেন। তবে নক্ষত্র পতনের মতো বিজেপি দলের হেভিওয়েট নেতা তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন পরাজিত হয়েছেন। একইভাবে পরাজিত হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। তবে এই পরাজয়ের পরও দলীয় জিতে আনন্দ প্রকাশ করেছেন তারা। শুক্রবার রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদে নিজের পদত্যাগ পত্র জমা করেছেন ডা: মানিক সাহা।
পাশাপাশি তিনি জানিয়েছেন আগামী ৮ মার্চ রাজ্যে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। দলীয় সূত্রের খবর ত্রিপুরায় বিজেপির দ্বিতীয় মন্ত্রিসভা গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ এক ঝাঁক কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা অতিথি হিসেবে থাকতে পারেন।
Recent Comments