Monday, October 20, 2025
Google search engine
Homeত্রিপুরার খবরআগরতলা খবরত্রিপুরাতে বন্ধ নেই আন্তর্জাতিক মানব পাচার ! মধুপুর সীমান্তে জনতার হাতে ধৃত...

ত্রিপুরাতে বন্ধ নেই আন্তর্জাতিক মানব পাচার ! মধুপুর সীমান্তে জনতার হাতে ধৃত চার বাংলাদেশী, পরে মামলা নিল পুলিশ

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,১৪ নভেম্বর,,

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তথা এন আই এর অভিযানের পরও থেমে নেই ত্রিপুরার ইন্দো-বাংলা সীমান্ত দিয়ে আন্তর্জাতিক মানব পাচার। সীমান্তের বিভিন্ন অংশ দিয়ে প্রতিনিয়ত মানব পাচার করছে আন্তর্জাতিক মানব পাচার চক্র। অভিযোগ এই পাচারে মদদ দিচ্ছে সীমান্তে প্রহরারত একাংশ নিরাপত্তা কর্মী। সোমবার সন্ধ্যায় আগরতলা রেল স্টেশনে ধরা পড়েছিল এক মহিলা সহ দুই বাংলাদেশী যুবক। আগরতলা জিআরপি থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছিল।

এদিন রাতেই ত্রিপুরার কমলাসাগর সীমান্ত দিয়ে আরো কিছু বাংলাদেশী নাগরিক অবৈধভাবে এপারে ঢুকে বলে স্থানীয় নাগরিকদের অভিযোগ। পরে গভীর রাতে সন্দেহভাজন ৪ বাংলাদেশিকে কোনাবন সীমান্তে আটক করে গ্রামবাসীরা। তাদের তুলে দেওয়া হয় হরিহরদোল্লা বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডারের কাছে । বিএসএফ তাদের বাংলাদেশী হওয়ার পরিচয় সনাক্ত করে মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেয়।

মধুপুর থানার পুলিশ তাদের ৪ জনের বিরুদ্ধে পাসপোর্ট এক্টে মামলা গ্রহণ করেছে । মামলা নাম্বার ৪৫/২০২৩। মধুপুর থানা পুলিশের বিবরণ অনুযায়ী ধৃত চার বাংলাদেশীর নাম হাবিব হোসেন, সরিফ হোসেন, মকবুল হোসেন, জসীমউদ্দীন। তাদের সবার বাড়ি কাচুয়া থানার অন্তর্গত বাংলাদেশের চাঁদপুর। জানাযায় ধৃত চার বাংলাদেশি কাজের সন্ধানের ব্যাপারে এসেছিল। আগরতলা জিবি বাজার এলাকায় কয়েকটি নির্মাণ স্থলে তারা শ্রমিক হিসেবে কাজ করার উদ্দেশ্যে এসেছিল। অন্যদিকে সীমান্তে কাঁটাতারের বেড়া এবং বিএসএফের নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে অনুপ্রবেশ চলছে তানিয়ে তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments