আগরতলা,,৩০ জুলাই,,
রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা যীষ্ণু দেববর্মণ তেলেঙ্গানার রাজ্যপাল হিসাবে মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। সোমবার মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মনের সাথে সাক্ষাৎ করেন এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানান। স্বাধীনতার পর এই প্রথম ত্রিপুরা থেকে তাঁকে রাজ্যপাল মনোনীত করা হয়েছে বলে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী নিজের সামাজিক মাধ্যমে ত্রিপুরা রাজ্যবাসীর প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করেছেন বলের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ চিরস্মরণীয় থাকবে বলে মন্তব্য করেছেন। তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে তিনি যীষ্ণু দেব বর্মনের সফলতা কামনা করছেন।
Recent Comments