তেলিয়ামুড়া প্রতিনিধি,,৮ এপ্রিল,,
রবিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া থানার মহারানীপুর কপালি টিলায় হাতির আক্রমনে মৃত্যু হয়েছিল নিরোধ চৌধুরীর। সেই ঘটনায় প্রচন্ড ক্ষোভ এবং উত্তেজনা ছিল মৃতের পরিবার সহ স্থানীয় জনমনে। সোমবার বিশাল পুলিশ ও সিআরপিএফ জোয়ান নিয়ে বাড়িতে গিয়ে মৃতের পরিবারের হাতে প্রাথমিকভাবে পঞ্চাশ হাজার টাকা সাহায্য তুলে দিলেন রাজ্য বনদপ্তরের পিসিসিএফ অবিনাশ কানফাডে। এদিন দুপুর ১২ টা নাগাদ রাজ্য বনদপ্তরের আধিকারিক ও অন্যান্য অফিসাররা মৃত ব্যক্তির বাড়িতে পৌঁছলে পরিবার-পরিজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।
প্রসঙ্গত রবিবার সন্ধ্যা ছয়টা নাগাদ বন্য হাতির আক্রমণে নিহত হয় নীরোধ চৌধুরী নামে ৭০ বছর বয়স্ক বৃদ্ধ।
ঘটনার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই তেলিয়ামুড়া বনদপ্তরের রেঞ্জার সুপ্রিয় দেবনাথ এবং তেলিয়ামুড়া থানার ওসি রাজিব দেবনাথ বিশাল পুলিশ নিয়ে ঘটনা স্থলে যায়। কতিপয় উস্কানি দাতার মদতে গ্রামবাসীদের একাংশ বনকর্মী, পুলিশকে আক্রমন করে। এমনকি, সাংবাদিকদেরকেও হেনস্থা করে। ঘটনায় ছয় জন আহত হয়। আহতদের মধ্যে তেলিয়ামুড়া থানার ওসি রাজিব দেবনাথ, উনার দেহরক্ষী উৎপল রুদ্রপাল, বনদপ্তরের দুই কর্মী, সাংবাদিক হিরণ্ময় রায় সহ অন্যান্যরা রয়েছেন।পরে আহতদের তেলিয়ামুড়া হাসপাতালে প্রাথমিক চিকিস্যা করা হয়। পুলিশ, সংবাদিক এবং বন দপ্তরের পক্ষে অভিযোগের ভিত্তিতে মোট ১৪জনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
Recent Comments